খড়গপুরে ভর দুপুরে গুলিবিদ্ধ ব্যাংক কর্মী! কেন খুন, তদন্তে পুলিশ
ব্যুরো রিপোর্ট, সংবাদ বার্তা : সোমবার দুপুরে খড়গপুর গ্রামীণ থানার উত্তর জগতপুর এলাকায় এক ব্যাংক কর্মীকে লক্ষ্য করে গুলি ছোড়েন এক দুষ্কৃতী। গুলিতে ঝাঁঝরা হয়ে সেখানেই লুটিয়ে পরে ওই ব্যক্তি, রাতে এস এস কে এম হাসপাতালে তাঁর মৃত্যু হয়। সবং এর নারায়ণবাড় এলাকার অভিজিৎ ভূঁইয়া নামে ওই ব্যক্তি বেসরকারি ব্যাংকের কর্মী বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের কাছে সামান্য একটি বাইক ও প্রায় সাড়ে তিন হাজার টাকা ছিল। এই সামান্য টাকার জন্য ই কি খুণ নাকি অন্য কোনো কারণ? স্থানীয় কেউ কেউ বলছেন পরকীয়া র কারণে এই ঘটনা। নব্য জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, জোর গতিতেই তদন্ত হচ্ছে, শীঘ্রই এই ঘটনায় জড়িত রা ধরা পড়বে।
স্থানীয় সূত্রে অভিযোগ, আগের থেকে বর্তমানে মেদিনীপুর, খড়গপুর এইসব এলাকায় দুষ্কৃতী দের তাণ্ডব বেড়েছে, আগেও অনেকবার এমন শ্যুটআউট হয়েছে। এছাড়াও ছিনতাই বা অপ্রীতিকর ঘটনাও বেড়েছে। বাইরে থেকে লোক আসছে যখন তখন কম পয়সায় মাদক,। ২-৩ হাজার টাকার বিনিময়ে বন্দুক পাওয়া যাচ্ছে। এই ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে আরো বেশি নজর দারি, তল্লাশি নাকা চেকিং চালানো হচ্ছে।