বাংলার চূড়ান্ত ভোটের তালিকা প্রকাশ করল কমিশন নির্বাচন!
নিজস্ব সংবাদদাতা: নির্বাচন কমিশন থেকে বৃহস্পতিবার দিন পশ্চিমবঙ্গের ভোটের তালিকা প্রকাশ করল । রাজ্যে ১.২৪ শতাংশ ভোট বেড়েছে তালিকা অনুযায়ী। রাজ্যে চূড়ান্ত ভোটের তালিকা প্রকাশিত হলো ৫ই জানুয়ারি বৃহস্পতিবার দিন। এদিন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দ্বারা ২০২৩ সালের চূড়ান্ত ফটো ইলেক্টোরাল রোল বা ছবিসহ ভোটার তালিকা প্রকাশ করা হলো। এদিন একটি নোটিফিকেশনও প্রকাশ করা হয়েছে কেন্দ্র নির্বাচন কমিশনের পক্ষ থেকে।
তালিকা অনুযায়ী রাজ্যে মোট ভোটারের সংখ্যা বর্তমানে ৭ কোটি ৫২ লক্ষ ৮ হাজার ৩৭৭। এই সংখ্যার মধ্যে পুরুষ ভোটের রয়েছেন ৩ কোটি ৮২ লক্ষ ৩৬ হাজার ৫০৭ জন। এবং মহিলা ভোটারের সংখ্যা হল ৩ কোটি ৬৯ লক্ষ ৭০ হাজার ৭১ জন। এবং নির্দেশিকা অনুযায়ী তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ১ হাজার ৭৯৯ জন।
ভোটার তালিকা সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যায়, এই বছর নতুন ভোটারদের তালিকায় যুক্ত করা হয়েছে ১৩ লক্ষ ৩৩ হাজার ২৫১ জনকে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী জানা যায় এই বছর ১.২৪ শতাংশ ভোটার বেড়েছে এই রাজ্য। ২.২০ শতাংশ ভোটার হলেন ১৮ থেকে ১৯ বছর বয়সী তরুণ তরুণীরা। এছাড়াও সার্ভিস ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে মোট ১ লক্ষ ১৪ হাজার ৭৯৭ জন।
তার পাশাপাশি চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ হয়েছে ৪ লক্ষ ১৫ হাজার ২২৯ জনের। পাশাপাশি জানা গিয়েছে এমনি তো ভোটারদের পাশাপাশি ভুয়া বা জালি ভোটারদেরও নাম বাতিল হয়েছে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই তালিকা প্রকাশ করা হলেও এখনো সংশোধনের কাজ চলছে এই তালিকাতে। কোন ভোটারের নাম বাদ পড়লে তিনি আবার নিজের নাম সংযুক্ত করতে পারবেন। যদি কোন ভোটার চূড়ান্ত তালিকা নিয়ে কোন মতামত থাকলে তারা টোল ফ্রি নাম্বারে ফোন করে জানাতে পারবেন। টোল ফ্রি হেল্পলাইন নাম্বারটি হল 1950।
তার পাশাপাশি ভোটাররা ওয়েবসাইটে (www.ceowestbengal.nc.in) গিয়ে নিজেদের নাম সার্চ করে যাবতীয় তথ্য দেখতে পারবেন।