রাশিয়া ইউক্রেন যুদ্ধে “GHOST OF KYIV” তোলপাড় বিশ্ব!
ভুবন মোহনকর: ২৮/০২/২০২২ : বৃহস্পতিবার ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ শুরুর দিনেই এক নামহীন বিমানচালকের এই কীর্তির দাবি করেছে ইউক্রেন। ওই চালককেই ‘ঘোস্ট অব কিভ’ বলা হচ্ছে। তাঁকে নায়কের আসনও পেতে দিয়েছে ভোলোদিমির জেলেনস্কি সরকার।
যদিও এই দাবি ঘিরে উঠছে নানা প্রশ্ন।নির্ভুল নিশানায় একের পর এক রাশিয়ান যুদ্ধবিমান ধ্বংস করছেন ‘ ঘোস্ট অব কিভ ’! একটি-দু’টি নয়।
People call him the Ghost of Kyiv. And rightly so — this UAF ace dominates the skies over our capital and country, and has already become a nightmare for invading Russian aircrafts. pic.twitter.com/lngfaMN01I
— Ukraine / Україна (@Ukraine) February 27, 2022
৩০ ঘণ্টায় পর পর ছ’টি। এ রকমই একটি ভিডিয়ো ঘিরে নেটমাধ্যমে শোরগোল শুরু হয়েছে।যা নিয়ে উন্মাদনা তৈরি হয়েছে নেটিজেনদের মধ্যে।
কিন্তু কোন ছবি বা ভিডিওটি যে সত্যি কিনা , তা নিয়েও সন্দেহ রয়েছে। তবে, ভিডিও অনুযায়ী দাবি করা হয়েছে, একটি ইউক্রেনীয় মিগ -২৯ (Mig-29) ফাইটার পাইলট ‘গোস্ট অব কিয়েভ’ ৬ টি রুশ বিমানকে মাটিতে নামিয়ে দিয়েছে। বলা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই প্রথম ACE। যুদ্ধের ব্যাকরণ অনুযায়ী যে বিমান চালক শত্রু পক্ষের কমপক্ষে ৬টি বিমান আকাশ থেকে মাটিতে এনে ফেলেছেন।