অ্যামেরিকায় পেট্রোলের দাম গত ১৪ বছরের তুলনায় বেশি-তাও ভারতের চেয়ে কম!
অ্যামেরিকাকে যতই পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ আর ভারতে একটা উন্নয়নশীল দেশ বলা হোক না কেন, একটা ব্যাপারে ইন্ডিয়া অ্যামেরিকার চেয়ে বেশ খানিকটা এগিয়ে। সেটা হলো পেট্রোলের দাম।ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের ডামাডোলে সারা পৃথিবীতে হু-হু করে বাড়ছে পেট্রোপণ্যের দাম। পৃথিবীর সবচেয়ে বেশি সম্পদশালী দেশ অ্যামেরিকাও এর ব্যতিক্রম নয়।
বর্তমানে অ্যামেরিকায় পেট্রোলের দাম গড়পরতা লিটার প্রতি ৮৬.৯৭ টাকা।এটা অ্যামেরিকায় গত ১৪ বছরের মধ্যে পেট্রোলের সর্বোচ্চ দাম।কিন্তু তাও ভারতে পেট্রোলের দামের তুলনায়(কোলকাতা-১০৪.৬৭/লিটার) বেশ খানিকটা কম। বেশ কয়েকমাস আগে ভারতে পেট্রোলের দাম বর্তমানের অ্যামেরিকার মতো ছিলো!