জ্যোতিষরাশিফল

Ajker Rashifal: আজকের রাশিফল – ২৪শে জুন, ২০২২

কি আছে কপালে, আজকের সকালে? কর্ম + ভাগ্য = সাফল্য, ২৪/০৬/২০২২

(এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না আমাদের চ্যানেল)

 

🐏 মেষ(Aries): গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। সে সম্পর্কে সতর্ক থাকুন। ব্যয় কমানোর চেষ্টা করুন। ভ্রমণের সুযোগ পেতে পারেন।

 

🐂 বৃষ (Taurus): গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। সে সম্পর্কে সতর্ক থাকুন। ব্যয় কমানোর চেষ্টা করুন। ভ্রমণের সুযোগ পেতে পারেন।

 

👩‍❤️‍👨 মিথুন(Gemini): মন খারাপ হতে পারে। প্রেমের দিকে এগোবেন না। অফিসে উন্নতি করতে হবে। অনেক অভিজ্ঞতা লাভ করবে।

 

🦀কর্কট(Cancer): কোনো উচ্চাশা পূরণ হতে পারে। সুনাম মর্যাদা বৃদ্ধি পেতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো থাকবে।

 

🦁 সিংহ (Leo): কোনো আশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।

 

👸 কন্যা(Virgo): কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে।

 

⚖️ তুলা(Libra): অবিবাহিতদের কারো বিয়ে হতে পারে। প্রণয় প্রস্তাবে সাড়া পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। যৌথ ব্যবসায় সুফল পেতে পারেন।

 

🦂বৃশ্চিক(Scorpio): কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। শরীর অসুস্থ হতে পারে। প্রয়োজনে চিকিত্‍সকের পরামর্শ গ্রহণ করুন।

 

🏹 ধনু (Sagitarious): সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভ হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন।

 

🐊 মকর(Capricorn): পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। পড়াশোনার প্রতি আগ্রহ বোধ করতে পারেন।

 

🏺 কুম্ভ(Aquarious) : কাজকর্মে উত্‍সাহ বোধ করতে পারেন। ঠাণ্ডা সম্পর্কে সতর্ক থাকুন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।

 

🐟 মীন(Pisces): পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। পড়াশোনায় আনন্দ পাবেন। মূল্যবোধ বজায় রাখুন। কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ করতে পারে।।

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.