জ্যোতিষরাশিফল

Ajker Rashifal: আজকের রাশিফল – ২৯ শে জুন, ২০২২

কি আছে কপালে, আজকের সকালে? কর্ম + ভাগ্য = সাফল্য, ২৯/০৬/২০২২

(এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না আমাদের চ্যানেল)

 

🐏 মেষ(Aries): দিনটি ভালো যাবে। ব্যবসা ক্ষেত্রে বেচাকেনা শুরু হওয়ার সম্ভাবনা। বড় ভাই বোনের সাহায্য পাবেন।

 

🐂 বৃষ (Taurus): দিনটি ভালো যাবে। চাকরিজীবীরা নিজ নিজ কর্মস্থলে ফিরে আসতে পারেন। বেসরকারী চাকুরেদের কর্মকর্তার সাথে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে।

 

👩‍❤️‍👨 মিথুন(Gemini): দিনটি ভাগ্য উন্নতির। ভিসা সংক্রান্ত কোনো সংবাদ আসতে পারে। বৈদেশিক কাজে আশানুরুপ অগ্রগতি হবে।

 

🦀কর্কট(Cancer): দিনটি মিশ্র সম্ভাবনাময়। পুলিশি হয়রাণির সম্মূখীণ হতে পারেন। কোনো আত্মীয়ের অসুস্থতা বা মৃত্যু সংবাদ পেতে পারেন।

 

🦁 সিংহ (Leo): দিনটি ভালো যাবে না। ব্যবসা ক্ষেত্রে রোজগার ও বকেয়া টাকা আদায়ে বাধা বিপত্তি দেখা দেবে। বন্ধুর সাথে সম্পর্কের অবনতি হতে পারে।

 

👸 কন্যা(Virgo): দিনটি ভালো যাবে না। সরকারী চাকরিজীবী ও কর্মজীবীরা কোনো ঝামেলায় পড়তে পারেন। পদস্ত কর্মকর্তার সাথে সম্পর্কের অবনতি হবে।

 

⚖️ তুলা(Libra): দিনটি ঝামেলাপূর্ণ। সকাল সকাল কোনো খারাপ সংবাদ পেতে পারেন। কোনো আত্মীয়ের অসুস্থতার সংবাদ আসতে পারে।

 

🦂বৃশ্চিক(Scorpio): দিনটি মিশ্র সম্ভাবনাময়। সময় কিছুটা প্রতিকূল হওয়ার আশঙ্কা। হঠাত্‍ করেই পরিবারের কোনো সদস্যর অসুস্থতায় ব্যয় বৃদ্ধি পাবে। ঝুঁকিপূর্ণ কাজে সতর্ক হন।

 

🏹 ধনু (Sagitarious): দিনটি ভালো যাবে। কর্মস্থলে কোনো ভালো সংবাদ পেটে পারেন। বেকারদের চাকরি সংক্রান্ত আলোচনায় অগ্রগতি হবে।

 

🐊 মকর(Capricorn): আজ ধর্মীয় ও আধ্যাত্মীক যোগাযোগ শুভ। কোনো আপ্যায়ণে অংশ নিতে পারেন। কোনো ভালো সংবাদ পাবেন।

 

🏺 কুম্ভ(Aquarious) : দিনটি শুভাশুভ মিশ্র। রাস্তাঘাটে সতর্ক থাকুন। ঝুকিপূর্ণ বিনিয়গে লোকশানের আশঙ্কা প্রবল। অংশিদারি বিষয় নিয়ে জীবন সঙ্গীর সাথে কোনো প্রকার গোলমাল হতে পারে।

 

🐟 মীন(Pisces): দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসা ক্ষেত্রে রোজগার বৃদ্ধি পাবে। বস্ত্র ও প্রসাধন, স্বর্ণালঙ্কার ব্যবসায় ভালো আয় আশা করতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.