কি আছে কপালে, আজকের সকালে? কর্ম + ভাগ্য = সাফল্য, ২১/০৬/২০২২
(এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না আমাদের চ্যানেল)
🐏 মেষ(Aries): ভাই-বোনদের থেকে কোনও উপহার পেতে পারেন। নতুন চাকুরীর জন্য ভাল সুযোগ আসতে পারে।
আপনার শুভ রং লাল। শুভ সংখ্যা ৩২।
🐂 বৃষ (Taurus): তৃতীয় কোনও ব্যক্তির জন্য সাংসারিক অশান্তি বৃদ্ধি পাবে। উচ্চবিদ্যায় প্রচুর দূর এগোতে পারবেন। আপনার মধুর ব্যবহার সকলের মন জয় করবে। গুপ্ত কোনও রোগ থাকলে চিকিত্সা করান।
আপনার শুভ রং সাদা। শুভ সংখ্যা ১৮।
👩❤️👨 মিথুন(Gemini): পাওনা আদায় করতে গিয়ে অপমানিত হতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা হতে পারে। বিচক্ষণ কোনও ব্যক্তির জন্য কাজে উন্নতির যোগ।
আপনার শুভ রং সবুজ। শুভ সংখ্যা ৯২।
কর্কট(Cancer): মা-বাবার সঙ্গে মতবিরোধ হওয়ায় মানসিক চাপ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সংসারে অযথা কথা না বলাই ভাল, অশান্তি হতে পারে। আইনি কাজের জন্য শুভ দিন।
আপনার শুভ রং সাদা। শুভ সংখ্যা ৩৯।
🦁 সিংহ (Leo): মানসিক অশান্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। গুরুজনদের বাধ্য হয়ে থাকার চেষ্টা করুন। দেরি হলেও অফিসে আপনার সুনাম বৃদ্ধি পাবে।
আপনার শুভ রং গোলাপী। শুভ সংখ্যা ১৯।
👸 কন্যা(Virgo): বৈষয়িক উন্নতির সম্ভাবনা রয়েছে। আজ কোনও বিষয়ে কর্তব্য পালন করতে হবে। অস্ত্রপচারের ফলে রোগমুক্তির সম্ভাবনা আছে। আজ কোনও বিষয়ে সংশয় নিয়ে সঙ্গীর সঙ্গে ঝামেলা হতে পারে।
আপনার শুভ রং সবুজ। শুভ সংখ্যা ১২।
⚖️ তুলা(Libra): সঙ্গীর সঙ্গে মতবিরোধ হতে পারে। বাড়িতে কোনও অতিথি আসতে পারে। সন্তানদের নিয়ে উদ্বিগ্নতা বৃদ্ধি পাবে।
আপনার শুভ রং সাদা। শুভ সংখ্যা ২২।
🦂বৃশ্চিক(Scorpio): অতিরিক্ত অর্থ লাভের আশায় ঝামেলার সৃষ্টি হতে পারে। বাড়তি কোনও খরচ থেকে সাবধান থাকুন।
আপনার শুভ রং গাঢ় লাল। শুভ সংখ্যা ৩।
🏹 ধনু (Sagitarious): আপনার রাগ আজ কোনও কারনে বৃদ্ধি পেতে পারে। নতুন কোনও বন্ধু সঙ্গে যোগাযোগের সম্ভাবনা রয়েছে।
আপনার শুভ রং হলুদ। শুভ সংখ্যা ২৮।
🐊 মকর(Capricorn): ঝামেলা এড়িয়ে চলুন আইন অবধি যেতে হতে পারে। আজ যে কোনও কাজে নিজের বাকপটুতার জন্য সফলতা পাবেন। বন্ধুর দ্বারা উপকার পেতে পারেন। সংসারে কোনও দায়িত্ব থাকলে শীঘ্রই সেড়ে ফেলুন।
আপনার শুভ রং নীল। শুভ সংখ্যা ৩৯।
🏺 কুম্ভ(Aquarious) : রক্তচাপজনিত সমস্যা দেখা দিতে পারে। স্বামী-স্ত্রীর মিলিত পরামর্শে ব্যবসায় উন্নতির যোগ রয়েছে।
আপনার শুভ রং নীল। শুভ সংখ্যা ৩৯।
🐟 মীন(Pisces): ক্রীড়ার সঙ্গে যুক্তদের অগ্রগতির যোগ রয়েছে। দূরে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। সাংসারিক চাপ বৃদ্ধি পাওয়ায়, চিন্তা থাকবে।
শুভ রং : পিত মুক্তো
শুভ সংখ্যা: ২৭