বুদ্ধপূর্নিমায় চন্দ্রগ্রহণ! গ্রহ অনুযায়ী কিছু দান করুন, কোন রাশি কি করবেন? ১৬/০৫/২০২২
আজ, সোমবার বৈশাখ পূর্ণিমার দিনে বছরের প্রথম চন্দ্রগ্রহণ ঘটছে। পূর্ণিমার দিনে দান করা খুব ফলদায়ক বলে মনে করা হয়। তাই আজ গ্রহন শেষ হওয়ার পর অবশ্যই দান করুন। আপনার পরিমাণ অনুযায়ী দান করা ভাল হবে। এর সাহায্যে, দুর্দশা রক্ষা হবে, পাপ ধ্বংস হবে এবং জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে।
মেষ – মেষ রাশির জাতক জাতিকাদের চন্দ্রগ্রহণ শেষ হওয়ার পর মন্দিরে বা দুঃস্থদের চাল দান করা উচিত।
বৃষ – বৃষ রাশির জাতকদের গ্রহণের সকল কু-প্রভাব কাটাতে মন্দিরে বা দুঃস্থদের দুধ-দই, ক্ষীর দান করা উচিত।
মিথুন– এছাড়াও, সম্ভব হলে গরুকে খাবার দিন।
কর্কট– কর্কট রাশির জাতকদের জন্য দুঃস্থদের চাল দান করলে শুভ ফল পাওয়া যাবে।
সিংহ– সিংহ রাশির জাতকরা গ্রহণের সকল কু-প্রভাব এড়াতে মন্দিরে বা দুঃস্থদের চিনি দান করলে শুভ ফল পাবে।
কন্যা– চন্দ্রগ্রহণের পর কন্যা রাশির জাতক জাতিকারা গমের আটা দুঃস্থদের দান করলে গ্রহণের সকল কু-প্রভাব এড়াতে পারবেন।
তুলা- তুলা রাশির গ্রহণের পর দুধ বা চিনি দান করুন।
বৃশ্চিক বৃশ্চিক রাশির জাতক জাতিকরা দুঃস্থদের অর্থ দান করতে পারেন। এছাড়াও গায়ত্রী মন্ত্র জপ করুন উপকার মিলবে।
ধনু ধনু রাশির জাতক জাতিকারা মন্দিরে বা দুঃস্থদের হলুদ কাপড় বা খাবার দান করেন।
মকর এই রাশির জাতকরা মন্দিরে বা দুঃস্থদের দুধ ও ঘি দান করতে পারেন। জল দান করাও শুভ হবে।
কুম্ভ – কুম্ভ রাশির জাতক জাতিকারা মন্দিরে বা দুঃস্থদের কালো তিল, কালো কাপড় দান করুন।
মীন মীন রাশির জাতক জাতিকারা গ্রহনের মন্দিরে বা দুঃস্থদের খাদ্য দান করুন।