মারা গেলেন বিশিষ্ট বুদ্ধিজীবি, পিংলা কলেজের প্রাক্তন অধ্যাপক হরেকৃষ্ণ খাটুয়া
সব্যসাচী গুছাইত,নিজস্ব সংবাদদাতা, ১৬/০৯/২০২২:
মফস্বলের কলেজ হলেও যথেষ্ট সুনামের সংগে ১৯৬৫ সাল থেকে তিলে তিলে তিলোত্তমা রুপ ধারন করেছে পিংলা থানা মহাবিদ্যালয়। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রনাভুক্ত এই কলেজ। কলেজের প্রতিষ্ঠালগ্ন থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে অধ্যাপনার কাজ করেছেন অধ্যাপক হরেকৃষ্ন খাটুয়া। ছাত্রছাত্রীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন তিনি। শুধুমাত্র অধ্যাপনার কাজ নয়, অধ্যাপনার সাথে সাথে বিভিন্ন সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করে রাখতেন। বয়সের শেষ ভাগে তিনি দূরারোগ্য ব্যাধী ক্যানসারে আক্রান্ত হয়ে আজ সকালে তিনি পরলোকগমন করেছে। মৃত্যু সংবাদ কলেজে আসার পর কলেজ জুড়ে শোকের ছায়া দেখা যায়।
কলেজের অধ্যক্ষ ডঃ সুকুমার চন্দ্র কলেজে শোকসভার আয়োজন করেন। শোকসভায় হরেকৃষ্নবাবুর বিভিন্ন স্মৃতিচারনা করেন কলেজের বর্তমান বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডঃ নিবেদিতা চক্রবর্তী, কলেজের প্রাক্তন ছাত্র তথা কলেজের বড়বাবু তরুন কুমার ভট্টাচার্য্য সহ অনেকেই।
পিংলা কলেজের অধ্যক্ষ ডঃ সুকুমার চন্দ্র বলেন- “হরেকৃষ্ন বাবুর মতো একজন কৃতী, খ্যাতনামা, নক্ষত্রখচিত অধ্যাপক আমাদের ছেড়ে চলে গেলেন। যা আমাদের কাছে অপুরনীয় ক্ষতি।
তিনি ইহলোকে যেখানেই থাকুক শান্তিতে থাকুক।” কলেজের পক্ষ থেকে স্বর্গীয় হরেকৃষ্নবাবুর বাড়ীতে শোকবার্তা পাঠানোর উদ্দোগ নেন অধ্যক্ষ মহাশয়।