নিজস্ব সংবাদদাতা: দীপাবলি শেষ। রাত পোহালেই ভাইফোঁটা। দেশ জুড়ে ভাইবোনেরা প্রস্তুতি নিচ্ছেন এই অনুষ্ঠানটির জন্যে। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁর দীর্ঘায়ু কামনায় প্রতিটি বোনই ভাইফোঁটার বিশেষ তিথিতে বেশ কয়েকটি রীতি পালন করেন।
পঞ্জিকা মতে, কার্তিক মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে ভ্রাতৃ দ্বিতীয়া বা ভাইফোঁটা পালিত হয়। তবে ২০২২ সালে কবে পড়েছে এই বিশেষ তিথি, তা নিয়ে রয়েছে জল্পনা। এদিন ঘরে ঘরে ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁর দীর্ঘায়ু কামনা করেন প্রত্যেক বোন। ভাইফোঁটার বিশেষ তিথিতে বেশ কয়েকটি রীতি পালন করেন তাঁরা।
ফোঁটা দেওয়ার ক্ষেত্রে কিছু নিয়মবিধি রয়েছে। যেমন কী কী উপচার রাখতে হবে, কী মন্ত্র বলতে হবে, ইত্যাদি ইত্যাদি। সেগুলি একটু দেখে নেওয়া যাক।
থাকবে চন্দন, মধু, দধি, ধান, দুর্বা, ধূপ, দীপ এবং মিষ্টি। ধূপ দীপ জ্বেলে দিতে হবে। ছোট ভাই হলে তার মাথায় ধান দুর্বা দিয়ে দিদি আশীর্বাদ করবে। বড় ভাই হলে আশীর্বাদ নয়, শুধু কপালে ফোঁটা। ফোঁটা শুধু চন্দনের হতে পারে, দইয়ের হতে পারে। কেউ কেউ মধুও ব্যবহার করে। এ সব হয়ে গেলে ভাইয়ের সামনে ধরে দিতে হবে মিষ্টির প্লেট।
বোনেরা ভাইয়ের সুখী জীবন ও দীর্ঘায়ু কামনা করেন। ফোঁটা লাগানোর সময় কয়েকটি বিষয় খেয়াল রাখা দরকার। দাদা বা ভাইকে ফোঁটা দেওযার সময় তাঁর মুখ যেন পূর্ব, উত্তর বা উত্তর-পূর্ব দিকে থাকে। ভাইকে ফোঁটা দেওয়ার সময় মন্ত্র বললে শুভ ফল মিলবে। বলবেন- ‘যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা।’
কোন রাশির জন্য দিনটি কেমন? দেখুন আজকের রাশিফল: ০৭/১১/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া…
কোন রাশির জন্য দিনটি কেমন? দেখুন আজকের রাশিফল: ২১/১০/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া…
কোন রাশির জন্য দিনটি কেমন? দেখুন আজকের রাশিফল: ১৫/১০/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া…
নবমী তিথির শেষ আর দশমী তিথির শুরুতে কোন রাশির জন্য দিনটি কেমন? দেখুন আজকের রাশিফল:…
আজকের রাশিফল দেখে নিন, ০৯/১০/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ…
আজকের সকালে, কি আছে কপালে? দেখুন আজকের রাশিফল: ০৬/০৯/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া…