রক্তের ঋণ কী শোধ করা যায়? ,বুকের রক্ত দিয়ে মাতৃভাষকে বাঁচাতে যাঁদের স্মরণীয় লড়াই
কলমে – শ্যামাপদ প্রামাণিক
বুকের রক্ত দিয়ে মাতৃভাষা বাংলা ভাষাকে বাঁচাতে যাঁদের লড়াই স্মরণীয়, তাঁদের রক্তের ঋণ শোধ করা যায় না। তাঁরা আমার ভাই, তাঁরা আমার আত্মা।তাই আমার শহীদ ভাইদের রক্তের অক্ষরে রেঙে উঠেছে একুশে ফেব্রুয়ারি। আজ সেই একুশে ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’। এই দিন ভোলার নয়, স্মরণের দিন, বরর্ণের দিন। তাই উচ্চারণ করি: আমার ভাইয়ের রক্তে রাঙা/ একুশে ফেব্রুয়ারি/ আমি কী ভুলতে পারি,?’
একুশে ফেব্রুয়ারি স্মরণে তিনটি অসাধারণ কবিতা:
একুশে ফেব্রুয়ারি
শ্যামাপদ প্রামাণিক
১.
একুশে ফেব্রুয়ারি তুমি কি
সেই একুশে ফেব্রুয়ারীতে এমনই ছিলে
এখন বনে বনে লাগে আগুন
এখন হাত পাতলেই ধ্বংসের উপকরণ।
#
একুশে ফেব্রুয়ারি তুমি কি
সেই একুশে ফেব্রুয়ারীতে এমনই ছিলে
এখন সীমান্তে নতুন করে বন্ধুদেশের হানা
এখন সৈনিকদের চোখে যুদ্ধের কাজল।
#
একুশে ফেব্রুয়ারি তুমি কি
সেই একুশে ফেব্রুয়ারীতে এমনই ছিলে
এখন যুবকরা চাকরির প্রত্যাশায় গিয়ে মৃত্যুর ছবি হয়
এখন মৃত্যুযন্ত্রণায় ঢেকে দেয় আমার এবং জবা ফুলের ঘর সংসার।
#
একুশে ফেব্রুয়ারি তুমি কি
সেই একুশে ফেব্রুয়ারীতে এমনই ছিলে
এখন প্রতি স্বপ্নরাত স্বপ্নের পরীর মতো শুভ্র নয় এখন প্রতিদিন মাছের কঙ্কালে লেখা অবক্ষয় অবক্ষয়।
#
একুশে ফেব্রুয়ারি তুমি কি
সেই একুশে ফেব্রুয়ারীতে এমনই ছিলে
অথবা তোমার রফিক বরকত ,-সালাম, জব্বরের জন্য কবরের পাশে ফেলেছিলে অশ্রু অঞ্জলী
অথবা বাংলার স্বাধীন অক্ষরমালায় আপনজনকে লিখেছিলে শুভেচ্ছার রুপালি চিঠি।
২..
বাংলা অক্ষরমালা
বাংলা অক্ষরমালায় আমি পুড়ি, পুড়ে আমার দৈনন্দিন ছক
বাংলা অক্ষরমালায় রমাকে সাজে সেজে ওঠে রমার
হারমোনিয়াম ও সোনালী কথার আলো
বাংলা অক্ষরমালায় বৃষ্টি হয়ে ঝরে
গানের স্বরলিপি স্টুডিও পাড়ায়
##
বাংলা অক্ষর মালায় সুষমা নিয়ে কেউ
ঠোঁট কাটলে বাগানে রংবেরঙের পাখি কর্কশ শব্দে সরব হয়
আমার বৃত্ত থেকে সাপের ফনার মত অশরীরী ফণা উদ্ধত হয়
পাখির গলার পালকে যন্ত্রণার দশ গুটি খেলে।
##
বাংলা অক্ষরে সতেজতা আনে আমার রক্তে শিরা-উপশিরায়
আলপনা দিয়ে ভাসিয়ে দিই শব্দের নৌকা
এঁকেবেঁকে সাগরের উৎসমুখে বিদ্যুৎ হয়
বাংলা অক্ষরমালা আমার ঘাড় ধরে
আমাকে মৃত্যুর খাদে বাঁচার সঞ্জীবনী মন্ত্র শোনায়
বাংলা অক্ষরমালায় আমি কাঁদি আমি হাসি
হাসে আমার নির্মাণের শব্দঘর।
৩.
একুশের আলো
শ্যামাপদ প্রামাণিক
একুশের আলো মাতৃভাষার আঁতুড়ঘর
একুশের আলো নতুন শপথের হাতিয়ার
একুশের আলো রক্তাক্ত এক ইতিহাস
একুশের আলো সন্তানহারা জননীর দীর্ঘশ্বাস।
##
একুশের আলো দুই জাতির প্রিয় বর্ণমালা
একুশের আলো অসংখ্য শহীদের আলপনা
একুশের আলো আগুন ঝরা সকাল
একুশের আলো ইপ্সিত কবিতার কাল।
##
একুশের আলো জীবন আত্মাহুতির তিথি
একুশের আলো পাহাড় ভাঙার শব্দলিপি
একুশের আলো দুই বাংলার কালো ছবি
একুশের আলো অমর একুশের কথাকলি।