টেট নিয়মাবলী-2022
টেট পরীক্ষা দিতে যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখুন কাজে আসবে।
▪️Admit [ 2 Copy ]
▪️Colour পাসপোর্ট ফটো [ 2 Copy ]
▪️আধার কার্ড / প্যানকার্ড / Driving Licence [ Orginal ]
▪️Black Ball Pen
🌻10:30 AM এর মধ্যে পৌঁছানোর চেষ্টা করবে।
🌻কোনো Negative চিন্তা করবে না।
🌻নিজের Roll Number Board থেকে নিজের Roll Number খুঁজবে এবং চেকিং এর মাধ্যমে ভিতরে প্রবেশ করবে।
🌻Document Verify:- 11:30 AM এর মধ্যে আপনার Admit এবং ID Proof Check করবে।
🌻Doubt Clear :- 11:30 AM – 11:45 AM এর মধ্যে পরীক্ষা সংক্রান্ত Instruction দিয়ে দেবেন Room এ থাকা দায়িত্ব প্রাপ্ত স্যার / ম্যাম।
🌻11:45 AM এ প্রশ্নপত্র (OMR ও সঙ্গে থাকবে) দেওয়া হবে [ কেউ সিল্ খুলবে না পার্মিশেন না দেওয়া অবদি]।
🌻প্রশ্নপত্রের প্রথম পৃষ্টায় থাকা যাবতীয় নিয়মাবলী পড়ে নিতে পার।
🛑যারা প্রথম পরীক্ষাতে বসতে চলেছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ🛑
TET2022 এর পরীক্ষার্থী বিশেষ করে যারা এবার প্রথম পরীক্ষা দেবেন তাদের OMR ফিল আপ করার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করা দরকার। শুধু নতুন পরীক্ষার্থী বললে ভুল হবে অনেকেই আছেন যারা ঝোঁকের মাথায় ভুল করে বসেন। মনে রাখবেন OMR ভুল করলে আপনার খাতা বাতিল বলে গন্য করা হবে, তাতে আপনি যতোই ভালো পরীক্ষা দিন সেটি দেখাই হবে না!
1. Roll number এর নির্দিষ্ট জায়গায় রোল নম্বর লিখে নির্দিষ্ট সংখ্যার জন্য নির্দেশিত সংখ্যা গোল করুন। গোল করার ক্ষেত্রে পুরোপুরি গোল করবেন। ⚫ অর্ধেক বা গোল করার জন্য সার্কেলের বাইরে যেন দাগ না যায়।
2. Gender, Category (caste), PH status যথাযথ ভাবে পূরণ করবেন। অনেকে FORM FILL করার সময়ে উপযুক্ত সার্টিফিকেট না থাকায় জেনারেল হিসেবে আবেদন করেছেন। কিন্তু পরে সার্টিফিকেট হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি পুরোনো category যা ছিল তাই লিখতে পারেন আবার চাইলে রিজার্ভ ক্যাটাগরি লিখতে পারেন। OMR এ যা লিখবেন মনে রাখবেন সেটিই সঠিক বলে গন্য হবে।
3. Category 2 অপশন কেবল মাত্র Para Teacher, Ex Service man, Exempted দের জন্য সংরক্ষিত । আপনি এর কোনোটি না হলে সেটি লিখবেন না।
4. Medium of School Opted এ আপনি যে মিডিয়ামে আবেদন করেছেন সেটি লিখবেন। বেশিরভাগ বাংলা মিডিয়ামে আবেদন করেছেন তাই তারা বাংলা অপশন ক্লিক করবেন। কেউ উর্দু, হিন্দি করে থাকলে তিনি সেটি ক্লিক করবেন।
5. খুব সম্ভবত এবার আঁধার নম্বর লেখার অপশন থাকতে পারে। সেক্ষেত্রে নির্দিষ্ট জায়গায় সেটি লিখবেন।
6. OMR এর শেষের দিকে Candidate’s Signature OMR পূরণ করার সময়েই করে রাখবেন। পরে তাড়াহুড়ো করতে গিয়ে সই করতে ভুলে যেতে পারেন।
6. OMR পূরণ করার জন্য নির্দিষ্ট কালো বলপেন বাড়তি একটি নিয়ে যেতে পারেন। তবে নতুন কলম হলে সেটি বাড়িতে একটু লিখে নেবেন তাতে OMR এ কালি ভালো মতো পড়বে।
7.দুটি OMR এর মধ্যে Orginal OMR ( Orange Colour) টি উপরে এবং নীচে কার্বন কপি OMR ( Green Colour) টি রাখবে।
8.খুবই মনযোগ সহ নিজের নাম, Roll Number এগুলো লিখবে।
{এর জন্য প্রথমে OMR এ সম্পূর্ণ গোল না করে একটু সামান্য কালি দিয়ে গোলগুলি চিহ্নিত করে নেবে এবং পরে সম্পূর্ণ গোলটি করবে।
9.অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনার OMR এ দায়িত্বপ্রাপ্ত স্যারেরা নিজের সই করে Verify করে দেয়।
🪷এরপর নিজের মত পরীক্ষা দেবে।
🪷কোনো Negative Marks নেই।
🪷02:30 PM এ পরীক্ষা শেষ হবে।
🪷Room এ থাকা দায়িত্বপ্রাপ্ত স্যার/ ম্যামের নির্দেশ মেনে OMR জমা দেবে এবং Room থেকে বেড়িয়ে আসবে।
▪️কার্বন কপি OMR
▪️আপনার প্রশ্নপত্র।
▪️আপনি যে ID Proof নিয়ে গিয়েছিলেন সেটি অবশ্যই নেবেন।
কোন রাশির জন্য দিনটি কেমন? দেখুন আজকের রাশিফল: ০৭/১১/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া…
কোন রাশির জন্য দিনটি কেমন? দেখুন আজকের রাশিফল: ২১/১০/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া…
কোন রাশির জন্য দিনটি কেমন? দেখুন আজকের রাশিফল: ১৫/১০/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া…
নবমী তিথির শেষ আর দশমী তিথির শুরুতে কোন রাশির জন্য দিনটি কেমন? দেখুন আজকের রাশিফল:…
আজকের রাশিফল দেখে নিন, ০৯/১০/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ…
আজকের সকালে, কি আছে কপালে? দেখুন আজকের রাশিফল: ০৬/০৯/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া…