ঘাটাল সাহিত্য একাডেমীর সহ সভাপতি অধ্যাপক প্রণব হড় পরলোকে
কলমে ✍️ – ড. পুলক রায়, সম্পাদক , ঘাটাল সাহিত্য একাডেমী
আজ সকাল ১০.১৫ মিনিটে ঘাটাল মহকুমা সাহিত্য একাডেমীর সহ সভাপতি অধ্যাপক প্রণব হড় কলকাতায় পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর । প্রণব বাবুর জন্ম হয়েছিল ঘাটাল মহকুমার লছিপুর গ্রামে।
এখান থেকে স্কুল জীবন শেষ করে বঙ্গবাসী কলেজ থেকে ইংরেজী সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে প্রথমে লিটারেচার এবং ল্যাঙ্গুয়েজে ডবল এম.এ করেন। কর্মজীবন শুরু নাড়াজোল রাজ কলেজে। সেখান থেকে ঘাটাল কলেজে যোগ দেন ১৯৭৩ সালে। এখান থেকে অবসর গ্রহণ করেন ২০০৭ সালের জানুয়ারী মাসে।
একসময় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্যের ” কোয়েশ্চন সেটার” ও ছিলেন ।এছাড়াও ঘাটাল বসন্ত কুমারী বালিকা বিদ্যালয়ের পরিচালন সমিতির সম্পাদক পদে ও তিনি ছিলেন দীর্ঘদিন।
ঘাটালের শিক্ষা সংস্কৃতির সাহিত্য জগতে এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল তার এই আকস্মিক প্রয়াণে
কলমে ✍️ – ড. পুলক রায়, সম্পাদক , ঘাটাল সাহিত্য একাডেমী