চাঁইপাট মহাবিদ্যালয়ে পালিত হ’ল স্বাধীনতা সংগ্রামী প্রভাংশু শেখর পালের জন্ম দিবস
নিজস্ব সংবাদদাতা, 15/07/2022 – ইতিহাসের ঘন কুয়াশায় ঢেকে যাওয়া এক নাম, অবিভক্ত মেদিনীপুর জেলার দাসপুরের প্রভাংশু শেখর পাল। স্বাধীনতা সংগ্রামী, যিনি ছিলেন ভারতীয় উপমহাদেশের বৃটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের এক অন্যতম ব্যক্তিত্ব এবং বেঙ্গল ভলান্টিয়ার্সের অন্যতম সদস্য। প্রভাংশু শেখর পাল এবং দাসপুরের অপর বাসিন্দা স্বাধীনতা সংগ্রামী প্রদ্যোৎ ভট্টাচার্য্যের উপর দায়িত্ব পড়েছিল প্রবল অত্যাচারী অবিভক্ত মেদিনীপুরের জেলা শাসক ডগলাসকে হত্যা করার । প্রভাংশুর গুলিতেই মৃত্যু হয় ডগলাসের। আর ধরা পড়ে যান অপর এক তরুণ প্রদ্যোৎ ভট্টাচার্য্য। শংকিত না হয়ে বৃটিশের প্রবল অত্যাচার সহ্য করেছেন তিনি। কিন্তু প্রভাংশুর নাম একবারও উচ্চারণ করেন নি। বরং হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পরেন তিনি।
ডগলাসের পর কালেক্টর হয়ে এলেন বার্জ সাহেব। বার্জ সাহেবকে ধরাধাম থেকে বিদায় নেবার পরিকল্পনাতে প্রভাংশু শেখর সক্রিয় ভূমিকা পালন করেন।
আজ 15 -ই জুলাই, বিপ্লবী বীর প্রভাংশু শেখর পালের জন্ম দিন।দাসপুর -2 নং ব্লকের শহীদ প্রদ্যোতের নামাংকিত মহাবিদ্যালয় চাঁইপাট শহীদ প্রদ্যোৎ ভট্টাচার্য্য মহাবিদ্যালয়, অনাড়ম্বরে স্মরণ করল বীর প্রভাংশু শেখর পালের জন্ম দিন এবং শহীদ প্রদ্যোৎকে।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষা ড. শীলা চক্রবর্ত্তী এবং বাংলা বিভাগের বিভাগীয় প্রধান কাজি তাজ উদ্দিন সহ অন্যান্য অধ্যাপক, অধ্যাপিকা ও শিক্ষাকর্মী বৃন্দ ।
উপস্থস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে প্রভাংশু শেখর পালের সংক্ষিপ্ত স্বধীনতা অন্দোলনের ইতিহাস তুলে ধরেন ড. শীলা চক্রবর্ত্তী । এর পর অনুষ্ঠানটি আন্তরিকতায় সমাপ্ত হয়।