নিজের শিশু কন্যাকে বাবাই ছুঁড়ে ফেললেন নদীতে – এমন কি কখনো হয়?
বাবা ও কন্যার সম্পর্ক বিশ্বের অন্যতম মধুর সম্পর্ক। আর সেই সম্পর্ককে উপেক্ষা করে যদি কোনো বাবা তার দুই মাসের শিশু কন্যাকে নদীতে ছুঁড়ে ফেলতে পারেন ( Father Threw Two Month Old Girl Into The River)তাহলে তাকে কি মানুষ বলা যায়? কিন্তু এই ঘটনাই ঘটেছে ঘাটালে(Ghatal )। মঙ্গলবার এই ঘটনা ঘটিয়েছে রামচক গ্রামের খোকন হাজরা(Khokan Hazra )। যদিও সে কথা কাকপক্ষীতেও টের পায়নি। এদিকে এরইমধ্যে এদিন খোকন হাজরার বাড়ীতে ওই শিশু কে টিকাকরণের জন্য যান আইসিডিএসের কর্মীরা। কিন্তু, বাচ্চার দেখা না মেলায় শুরু হয় খোঁজখবর। তখনই সামনে আসে আসল ঘটনা। সকলেই স্তম্ভিত ওই ঘটনায়। বাবার এই নির্মমতার কথা শুনে প্রতিবেশিরা জড়ো হয় তার বাড়িতে। শেষ পর্যন্ত অবশ্য সে এখন পুলিশের হেফাজতে।
আসল ঘটনা তৃতীয় কন্যা সন্তান! খোকনের এই মেয়েটি ছাড়াও আর দুই মেয়ে রয়েছে। এটি ছিল তাঁর তৃতীয় সন্তান। কিন্তু, তার যে এই নির্মম পরিণতি হতে পারে তা ভেবেই শিউরে উঠছেন গ্রামের বাসিন্দারা। খোকনের কঠোর শাস্তির দাবিও উঠেছে। ঘটনা জানাজানি হতেই নিন্দার ঝড় উঠেছে এলাকায়। এদিকে আইসিডিএস কর্মীরাই খবর দেন গ্রাম পঞ্চাতের প্রধানকে। খবর যায় পুলিশে। আসে ভিলেজ পুলিশ। খবর পাওয়ার পরেই এলাকায় আসেন ঘাটাল থানার ওসি শঙ্খ চট্টোপাধ্যায়(Shankha Chattopadhyay )। বৃহস্পতিবার ডুবুরি নামিয়ে শিশুটির দেহ উদ্ধারের চেষ্টা করা হয়। কিন্তু সন্ধ্যায় পর্যন্ত দেহ পাওয়া যায় নি। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, শুক্রবার আবার চেষ্টা করা হবে। এদিকে ঘটনার কথা ক্যামেরায় অকপটে স্বীকারও করেছেন খোকন। বলেন, ও দুধ খেতে পারত না। গিলতে পারত না। তিন-চারদিন আগে ফেলে দিয়েছিলাম নদীতে। পুলিশের ধারণা এই বিষয়ে ওর স্ত্রীও যুক্ত আছে। স্ত্রীকেও পুলিশ গ্রেফতার করেছে।