ভুবন মোহনকর: ৩০/০৬/২০২৩: পশ্চিম মেদিনীপুর: স্যালাইন দিলেই শুরু হয়ে যাচ্ছে কাঁপুনি, শরীরজুড়ে বেরিয়ে যাচ্ছে ব়্যাশ সঙ্গে নানা উপসর্গ দেখা যাচ্ছে। একজন বা দু’জন নয়, একাধিক রোগীরই সঙ্গেই এমনটা হয়েছে। এমন ধরনের গুরুতর অভিযোগ পাওয়া গিয়েছে ছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ ব্লকের গ্রামীণ হাসপাতালে।
এক রোগীর আত্মীয় বলছেন, “স্যালাইন দিতেই আমার স্ত্রীর কাঁপুনি শুরু হয়ে যায়। কেন এরকম হল কিছুই বুঝতে পারছি না।” আর এক রোগীর আত্মীয় বলছেন, “স্যালাইন তো হাসপাতালে দেওয়াই হচ্ছে না। ওরা বলছে যা আছে তা দিলে অসুবিধা আছে। আপনারা বাইরে থেকে কিনে নিয়ে আসুন।” অন্য এক রোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ,
এ বিষয়ে ডাক্তারদের সঙ্গে কথা বলতে গেলে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। তাতেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। এক রোগীর ভাই বলছেন, “চশমা পরা এক ডাক্তার আছে এখানে। ওনাকে সমস্যার কথা বলতে গেলে বলছেন “আবার স্যালাইন গুঁজে দেব। থরথর করে কাঁপবে”। বেশ কিছু রোগীর আত্মীয় এদিন হাসপাতালে ব্যাপক বিক্ষোভও দেখান। শেষে চন্দ্রকোনা থানা ও ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করে।
রোগীর পরিজনদের দাবি, চিকিত্সায় গাফিলতিতেই এ ঘটনা ঘটছে। হাসপাতালের তরফে এক চিকিত্সক বলছেন, “কাঁপুনি অনেক কারণেই হতে পারে। কী কারণে হচ্ছে আমরা খতিয়ে দেখছি। বাইরে থেকে যে স্যালাইন আনা হয়েছে তাতেও সমস্যা থাকতে পারে। সে কারণেই আমরা স্যালাইন গুলি খতিয়ে দেখছি। বিষয়টি পরীক্ষা নিরীক্ষার করার পরেই জানা যাবে।
কোন রাশির জন্য দিনটি কেমন? দেখুন আজকের রাশিফল: ০৭/১১/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া…
কোন রাশির জন্য দিনটি কেমন? দেখুন আজকের রাশিফল: ২১/১০/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া…
কোন রাশির জন্য দিনটি কেমন? দেখুন আজকের রাশিফল: ১৫/১০/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া…
নবমী তিথির শেষ আর দশমী তিথির শুরুতে কোন রাশির জন্য দিনটি কেমন? দেখুন আজকের রাশিফল:…
আজকের রাশিফল দেখে নিন, ০৯/১০/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ…
আজকের সকালে, কি আছে কপালে? দেখুন আজকের রাশিফল: ০৬/০৯/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া…