১৮ বছর বয়সের আগে বিয়ে নয় , কন্যাশ্রী কিশোরীদের থানায় সচেতনতা শিবির ও শিক্ষা মূলক ভ্রমণ
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: আজ সবং থানায় সবং সু সংহত শিশু বিকাশ প্রকল্পের আয়োজনে ও স্যাগ কন্যাশ্রী প্রকল্পের পক্ষ থেকে কিশোরীদের নিয়ে একটি সচেতনতা শিবির ও শিক্ষা মূলক ভ্রমণ অনুষ্ঠিত হল।
প্রায় ৪০ জন কিশোরীকে নিয়ে এই কর্মসূচি সম্পন্ন হয়েছে। এই শিবিরের মূল বিষয় ছিল বাল্য বিবাহ প্রতিরোধ, সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্কতা এবং থানা চত্বরে কিশোরী দের শিক্ষা মূলক ভ্রমণ। এই অনুষ্ঠানে পৌরহিত্য করেন সবং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী তুহিন শুভ্র মাহান্তি মহাশয়। ওই অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন সবং থানার ও সি মাননীয় সুব্রত বিশ্বাস মহাশয়। এছড়াও উপস্থিত ছিলেন সবং থানার শিশু সুরক্ষা অফিসার অরুণ পাহাড়ী, সবং ব্লকের শিশু বিকাশ ও নারী উন্নয়ন আধিকারিক অরুণাভ মাইতি সহ সবং থানার অন্যান্য আধিকারিক সহ অভিজিৎ দাস, আনন্দ দাস, ভুবন মোহনকর, এবং অঙ্গনওয়ারী কর্মী, ফিল্ড ফেসিলেটর রা।
বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোরীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্কতা নিয়ে খুব সুন্দর বক্তব্য রাখেন বি ডি ও সাহেব, ও সি সাহেব, শিশু সুরক্ষা অফিসার, সিডিপিও সাহেব এবং অন্যান্যরা। আলোচনা হয় বাল্য বিবাহের কুফল নিয়ে, এবং বর্তমানে কিশোর কিশোরীরা প্রেম প্রণয়ের আবেগে পালিয়ে বিয়ে করছে তার কুফল নিয়েও আলোচনা হয়। সঙ্গে আলোচনা হয় সোশ্যাল মিডিয়া মূলত এই কৈশোর বয়সে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারের সতর্কতা নিয়ে।
অনুষ্ঠানের শেষে কিশোরীদের দিয়ে শপথ বাক্য পাঠ করানো হয় ” আজকের এই সচেতনতা শিবিরে উপস্থিত কিশোরীরা কেউ ১৮ বছর বয়সের আগে বিয়ে করবে না। এবং তাদের সঙ্গীদের ও বাল্যবিবাহ হতে দেবে না”। অনুষ্ঠানের শেষে মাননীয় বিডিও সাহেব, ওসি সাহেব এর তত্ত্বাবধানে কিশোরীদের থানার বিভিন্ন সেল ঘুরিয়ে দেখানো হয় এবং কোথায় কি কি কাজ হয়, আগামী দিনে তারা তাদের যে কোনো সমস্যায় সহযোগিতা পাবে তাও বুঝিয়ে বলা হয়। সবং ব্লকের প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে তাঁরা কিশোরী তথা কিশোর দের যেকোনো সমস্যায় পাশে থেকে সমাধান দেবেন। এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত একজন দুঃস্থ কিশোরীর পড়াশোনার খরচ বহনের দায়িত্ব নেন বিডিও সাহেব এবং ওসি সাহেব।
উৎসাহিত কিশোরীদের পক্ষ থেকে দাবি রয়েছে আগামী দিনেও যেনো এমন শিবিরের আয়োজন করা হয়, তাহলে তারা আরো নতুন নতুন বিষয় জানবে, শিখবে এবং নিজেদের বন্ধু, বান্ধবীদের তথা পরিবারের সবার সঙ্গে সেই বিষয় আলোচনা করে সচেতন করবে।