দুয়ারে কাস্ট সার্টিফিকেট প্রদান শিবির দাসপুর-১ ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়
শ্যামসুন্দর দোলই ও লক্ষ্মীকান্ত দাসঠাকুর ঃ দাসপুর ঃ ২৭-এ জানুয়ারী, বৃহস্পতিবার দুয়ারে কাস্ট সার্টিফিকেট প্রদান শিবির হলো দাসপুর ব্লকের রাজনগর জি পি-র অন্তর্ভুক্ত রূপনারায়ণপুর ও সুরানয়ন পুরে। এর ব্যবস্হাপনায় ছিলো রাজনগর গ্রাম পঞ্চায়েত।
এই শিবিরে আধিকারিকবর্গকে আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে পিতলের ঘটিতে আম্রপল্লব যুক্ত দুটি ঘট স্হাপন করে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। এদিন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, দাসপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিকাশ নস্কর, রাজনগর জি পি প্রধান অরুণ কুমার দোলই, শিক্ষা সঞ্চালক অমর পাঠক, সচিব মহাদেব প্রধান প্রমুখ ব্যক্তিবর্গ এই সার্টিফিকেট প্রকৃত প্রাপকদের হাতে অর্পণ করেছেন।
এই সার্টিফিকেট প্রাপকদের মধ্যে এক আদিবাসী ভাই জানালেন, এদিন এই দুয়ারে শিবিরে দুশো জনের অধিকজনকেই এই সার্টিফিকেট দেওয়া হচ্ছে। পূর্বে গ্রাম পঞ্চায়েত অফিস থেকে ব্লক অফিসে দিনর পর দিন থেকে মাসের পর মাস কিংবা বছরাধিক কালেও এটি পাওয়া যেত না। কিন্তু, এখন দুয়ারে শিবির করার ফলে অনেকেই আজকেই আবেদন করে হাতে হাতে এই সার্টিফিকেট পেয়েছেন।
মহকুমাশাসক সুমন বিশ্বাস, এই সার্টিফিকেট প্রকৃত প্রাপ্যাধিকারীদের মধ্যে যাদের নেই, তাদের দ্রুত আবেদনের আহ্বান জানিয়েছেন। দাসপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিকাশ নস্কর জানিয়েছেন, এই সার্টিফিকেটের জন্য এখন অন্-লাইনে আবেদন করতে হয়। কিন্তু এই সব মানুষদের মধ্যে তা সুবিধাজনক নয়। তাই তাঁর দফতর থেকে এই অন্-লাইন ব্যবস্থাপনা মানুষের দুয়ারে আনা হয়েছে।
বিস্তারিত জানতে নিচের ইউটিউব লিঙ্কে ক্লিক করুন।
কোন রাশির জন্য দিনটি কেমন? দেখুন আজকের রাশিফল: ০৭/১১/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া…
কোন রাশির জন্য দিনটি কেমন? দেখুন আজকের রাশিফল: ২১/১০/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া…
কোন রাশির জন্য দিনটি কেমন? দেখুন আজকের রাশিফল: ১৫/১০/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া…
নবমী তিথির শেষ আর দশমী তিথির শুরুতে কোন রাশির জন্য দিনটি কেমন? দেখুন আজকের রাশিফল:…
আজকের রাশিফল দেখে নিন, ০৯/১০/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ…
আজকের সকালে, কি আছে কপালে? দেখুন আজকের রাশিফল: ০৬/০৯/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া…