খবরজেলার খবররাজ্যশিরোনামে ঘাটালসাহিত্য ও সংস্কৃতি

কথায় – কবিতায়- গানে ভাসলো ঘাটাল উৎসব ও শিশু মেলা

কথায় – কবিতায়- গানে ভাসলো ঘাটাল উৎসব ও শিশু মেলা

শ্যামসুন্দর দোলই ঃ ঘাটাল ঃ ঐতিহ্যবাহী ঘাটাল উৎসব ও শিশু মেলায় এবছরও হলো কবিতা বাসর। ২৫- এ জানুয়ারী মধাহ্ণের পর এর শুরু হয়। ঘাটাল সাহিত্য একাডেমির সম্পাদক ডক্টর পুলক রায় এদিন শিক্ষারত্ন ও রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষক – সাহিত্যিক মঙ্গল প্রসাদ মাইতিকে এই বাসরে সভাপতির পদে বরণ করেন।এরপর শুরু হয় নবীন – প্রবীণ সাহিত্যসেবীদের স্বরচিত ছড়া,কবিতা ও গানের ঝর্ণাধারা।

 

এতে অংশগ্রহণ করেন প্রবীণ কবি শীতল সামন্ত, গোপালচন্দ্র মিশ্র, ডক্টর পুলক রায় , বরুণ বিশ্বাস, তারাশঙ্কর দাসবৈরাগী, সঞ্জয় মুখার্জি, শ্যামসুন্দর দোলই, কাশীনাথ দোলই, অদিতি দে, স্বপন কুমার মান্না, বিষ্ণুপদ দত্ত,সুখেন্দু মাইতি, মৃণালকান্তি দেব, অরুণাভ মাইতি , আলোক পোড়ে, ডাক্তার সুবীর ঘোষ, অশোক কোলে প্রমুখ। এদিন সাহিত্য স্রষ্টা গীতশ্রী সাহা, মিঠু মণ্ডল ও তনুশ্রী ভট্টাচার্যকে সম্মাননা অর্পণ করা হয়েছে।

এই বাসরের সঞ্চালনায় ছিলেন ঘাটাল ঋষি অরবিন্দ বিদ্যামন্দির -এর অধ্যক্ষ বরুণ কুমার বিশ্বাস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.