রং লাগছে মনে- বনে- বসন্ত উৎসবে ঘাটালের শ্রী অরবিন্দ স্টেডিয়ামে
শ্যামসুন্দর দোলই ও শ্রীকান্ত কদম: ঘাটাল : এখন বসন্ত এদিকে-ওদিকে চতুর্দিকে । নবীন পল্লবে সাজছে বনানী । পলাশ রঙে মাতছে নীল আকাশ । প্রকৃতি রানী নবীন সাজে মাতোয়ারা । এর সাথে সুর- তাল – ছন্দে রঙিন ছোঁয়ায় নবীন-প্রবীণ সকলের মনোরঞ্জনে আসরে নামছে ঘাটালের কিশোর বাহিনী । তাঁদের 16 তম বর্ষে এই উৎসব ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে সংস্কৃতির বৈচিত্র্যে সবার মন ছোঁয়া পবিত্র রঙে রঞ্জিত হতে চলেছে 18 ই মার্চ ,শুক্রবার । এ দিনের শুরুতে প্রভাত ফেরী ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রচলিত শান্তিনিকেতনী ঘরানায় পথনৃত্য ও মিষ্টি মধুর সাংস্কৃতিক অনুষ্ঠান ঘাটাল মহকুমা প্রশাসক এর অংশগ্রহণে রঞ্জিত হতে চলেছে ।
এ সম্পর্কে ডাক্তার শিশির দাস ও মৌসুমী দাসের সৌজন্যে উদ্যোক্তাদের প্রাণপ্রাচুর্যে ভরা অঞ্জন মন্ডল, পার্থপ্রতিম মান্না, শিক্ষক সুভাষ চন্দ্র দত্ত ও তাপস কুমার পড়েল প্রমুখ ব্যক্তিবর্গের বার্তা জানতে চোখ রাখুন সবার প্রিয় কিউরিওসিটি সংবাদ বার্তার পর্দায় ——- সত্য জেনে এগিয়ে থাকুন ——-
চলুন দেখে নিন আমাদের প্রতিবেদন নীচের লিঙ্কে ক্লিক করে।