খবরজেলার খবররাজ্যশিরোনামে ঘাটাল

শুরু হলো ” পাড়ায় শিক্ষালয়” কর্মসূচী

।। শুরু হলো ” পাড়ায় শিক্ষালয়” কর্মসূচী ।।

লক্ষ্মীকান্ত দাসঠাকুর ঃ দাসপুর ঃ সারা বিশ্বের সাথে এই বাংলায়ও মহামারী কোভিড -এর পরিস্থিতিতে সবার প্রাণ বাঁচানোর সতর্কতায় গত ২০২০ খ্রীস্টাব্দের ১৪ই মার্চে রাজ্য সরকারের ঘোষণা মতো পরদিন থেকে বিদ্যালয়কক্ষে শিক্ষক – শিক্ষার্থীদের মুখোমুখি পঠন পাঠন কাজ বন্ধ ছিল।

এরপর কোভিডের ঢেউ এবছর জানুয়ারী মাসেই কোভিড গ্রাফ সর্বোচ্চ হলেও তা ঐ মাসেই নিম্নমুখী হয়েছে । তবুও সতর্কতা বজায় রাখতে “পাড়ায় শিক্ষালয়” নামে খোলা জায়গায় ৭-ই ফেব্রুয়ারী থেকে সারা বাংলার সাথে পশ্চিম মেদিনীপুর জেলায় নাড়াজোল –২ নং চক্রাধীন রাজনগর জি পি-র অন্তর্ভুক্ত রাজনগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়, আনন্দগড় প্রাথমিক বিদ্যালয়াদিতেও বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় -এর পূর্ব ঘোষণা মতো কর্মসূচি রূপায়িত হয়েছে।

এই জি পি-র অন্তর্ভুক্ত প্রাথমিক বিদ্যালয় সমূহে এলাকার শিক্ষাবন্ধু ধীরেণ মণ্ডল ” পাড়ায় শিক্ষালয় ” কর্মসূচি রূপায়ণ পর্যবেক্ষণ করেছেন।

চলুন দেখে নিন আমাদের প্রতিবেদন নীচের লিঙ্কে ক্লিক করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.