জেলার খবরশিরোনামে ঘাটাল

73তম প্রজাতন্ত্র দিবস পালনের প্রাথমিক মহড়া অনুষ্ঠিত হয়ে গেল ঘাটালে

শ্রীকান্ত কদম ও লক্ষ্মীকান্ত দাসঠাকুর, ঘাটাল : 26শে জানুয়ারি এবছরের 73তম প্রজাতন্ত্র দিবস (Republic Day) পালনের প্রাথমিক মহড়া অনুষ্ঠিত হয়ে গেল 20শে জানুয়ারি ঘাটাল মহকুমা প্রশাসনের পক্ষ থেকে বিদ্যাসাগর স্কুল মাঠে।

প্রতি বছরই ঘাটাল (Ghatal)  মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে প্রশাসনের প্রতিরক্ষা বিভাগ গুলি ছাড়াও স্কুল, কলেজ, ক্লাব বা বিভিন্ন সংগঠনের থেকে উল্লেখ্যযোগ্য প্রতিনিধিরা প্লাটুন সহ এই দিনের মাহাত্মকে বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়ে তুলে ধরেন।

কিন্তু এবছর COVID সংক্রমনের তীব্রতা বেড়ে যাওয়ার ফলে ঘাটাল মহকুমা প্রশাসন দিনটির মাহাত্মকে আন্তরিকতার সঙ্গে উৎযাপন করতে চাইছেন বাহ্যিক আড়ম্বরকে অনেকটাই কমিয়ে দিয়ে।

ফলত এই মহড়ায় দেখা গেলো West Bengal পুলিশের পক্ষ থেকে একটি প্লাটুন, ওয়েস্ট বেঙ্গল (West Bengal)  সিভিকভলেন্টিয়ার এর পক্ষ থেকে একটি প্লাটুন, ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় এর বয়েজ প্লাটুন এনসিসি, এবং ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় এর গার্লস বিভাগ থেকে দুটি প্লাটুন এই মহড়ায় অংশ নিয়েছিলেন । অন্যান্য সংস্কৃতিক কার্যক্রম অনেকটাই সংক্ষিপ্ত করা হয়েছে ।

তবে সূত্র মারফত জানা যাচ্ছে মহকুমা শাসক শ্রী সুমন বিশ্বাস (Suman Biswas) মহোদয় মহকুমার শিক্ষা ও সংস্কৃতি চর্চার ক্ষেত্রে কৃতিদের পুরস্কৃত করবেন এই 26শে জানুয়ারির মঞ্চ থেকে।

অনুষ্ঠানটি হবে সম্পুর্ণ কোভিড (Covid) বিধি মেনেই এবং মহকুমা শাসক সবাইকে কোভিড (Covid ) বিধি মেনেই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহনের আহবান জানিয়েছেন।

চলুন দেখে নিন আমাদের প্রতিবেদন নীচের লিঙ্কে ক্লিক করে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.