।। পথ অবরোধে সর্বসাধারণের দুর্ভোগ ।।
শ্রীকান্ত কদম ও শ্যামসুন্দর দোলই , ঘাটাল: ১৫ই ফেব্রুয়ারি মঙ্গলবার সর্বসাধারণের অমঙ্গলে পরিণত হল , ঘাটাল এলাকায় । এর কারণ ছিল পথ অবরোধ । অবরোধ করেছিল ভারত জাকাত মাঝি পারগানা মহল । স্থানটি ছিল ঘাটালের মহকুমা শাসকের কার্যালয়ের নিকটবর্তী ঘাটাল- পাঁশকুড়া রাজ্য সড়ক । এখানে এই অবরোধ চলছে প্রায় আট ঘণ্টা ।
এর জেরে এখানে ঘাটাল শহরে যাতে জ্যাম সৃষ্টি না হয়, এজন্য ঘাটাল শহরে প্রবেশমুখে চন্দ্রকোনা থেকে পাঁশকুড়া থেকে ,এমনকি মেদিনীপুর থেকে নাড়াজোল রাজ নগর হয়ে বকুল তলা দিয়ে ঘাটালে প্রবেশের পথে আটকে দেওয়া হয় , বিশাল পুলিশ বাহিনীর তৎপরতায় ।
এর ফলে কয়েক কিলোমিটার ব্যাপী বাস – লরি ইত্যাদি গাড়ি দাঁড়িয়ে থাকতে বাধ্য হয় । দুর্ভোগে পড়েন পথযাত্রী থেকে বাসযাত্রী সহ সর্বসাধারণ । বলাই বাহুল্য , এর ফলে বহু জায়গায় যানজটের সৃষ্টি হয় ।
অবশেষে প্রশাসনের তৎপরতায় বিক্ষোভকারী প্রতিনিধিদের হাতে মহকুমা শাসক সুমন বিশ্বাসের স্বাক্ষরিত (এক) ঘাটাল মহকুমার ১৪টি প্রাথমিক বিদ্যালয়ে অলচিকি পাঠরত পড়ুয়াদের সংখ্যা সঠিকভাবে নির্ধারণ করা এবং (২) পৌর নির্বাচনের জন্য নির্বাচন সংক্রান্ত কোড অফ কন্ডাক্ট থাকা সত্ত্বেও সাতটি কর্মদিবসের মধ্যে অলচিকি প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক নিয়োগের আদেশ ইস্যু করতে হবে — এই শর্তে সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে প্রায় ৮ ঘণ্টা পর এই অবরোধ উঠে যায় । এতে দুর্ভোগে ক্লিষ্ট সর্বসাধারণ মানুষ স্বস্তির শ্বাস নেন ।
চলুন দেখে নিন আমাদের প্রতিবেদন নীচের লিঙ্কে ক্লিক করে।