খবররাজ্যশিরোনামে ঘাটাল

ত্রয়ী শিক্ষক মহাশয়ের স্মরণ সভা সুরতপুর প্রাথমিক বিদ্যালয়ে

ত্রয়ী শিক্ষক মহাশয়ের স্মরণ সভা সুরতপুর প্রাথমিক বিদ্যালয়ে 

শ্যামসুন্দর দোলই ও শ্রীকান্ত কদম ঃ দাসপুর ঃ ১৯৬১ সালে সরকারিভাবে মঞ্জুর হলেও দাসপুর থানার সুরতপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন ১৯৫৯ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত শিক্ষকতা করেছেন কিশোরী মোহন দাস। তিনি এবছর ৬-ই জানুয়ারী প্রয়াত হয়েছেন। তাঁর প্রতি কৃতজ্ঞতা, নৈতিকতা,শ্রদ্ধা প্রদর্শনে তাঁর কার্যকালীন শিক্ষার্থী ও গ্রামবাসীদের উদ্যোগে, কর্মরত শিক্ষকগণের আয়োজনে এক মহতী স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে ১৯-এ জানুয়ারী।

এর সাথে বিদ্যালয় প্রতিষ্ঠা কালীন আরও এক শিক্ষক বলরাম মণ্ডল এবং ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত কার্য কাল কাটিয়ে প্রধান শিক্ষকের পদ থেকে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষক সুবল চন্দ্র দাসেরও এই স্মরণ সভায় কৃতজ্ঞতা ও শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়েছে ।

এই বিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মদন চন্দ্র সামন্ত মহাশয়ের পৌরোহিত্যে স্বাগত বক্তব্যে এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষার্থী ত্রিলোচন বেরা প্রণম্য শিক্ষক মহাশয়গণের স্মৃতিচারণে কৃতজ্ঞতা ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন। প্রধান অতিথি স্হানীয় আশ্রমের মহারাজ শ্রীমদ্ সদানন্দ গিরি অমর আত্মায় শ্রদ্ধা নিবেদন করে তাঁদের আদর্শ উত্তরসুরীদের মধ্যে আরও বিকশিত করানোর আহ্বান জানিয়েছেন।

এছাড়াও এই সভায় প্রয়াতদের উত্তরসুরী প্রবীর মণ্ডল, অনুরাগ দাস, রতন দাস , নিতাই চন্দ্র সামন্ত, অশ্বিনী সামন্ত, অভিজিৎ জানা, বাড়ান্দি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দিগন্ত বাউড়, আনন্দগড় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শ্যামসুন্দর দোলই, সুরতপুর প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক প্রদ্যুম্ন মাজী ও সহকর্মীবৃন্দ প্রমুখ অতিথিবৃন্দ সৃষ্টির মধ্যে স্রষ্টাকে বাঁচিয়ে রাখা,মানবিকতা, নৈতিকতা, কৃতজ্ঞতা ও মূল্যবোধের উপর গুরুত্বারোপ করে প্রয়াত ত্রয়ী শিক্ষকের স্মৃতিচারণে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন।

এই স্মরণ সভার সামগ্রিক সঞ্চালনায় ছিলেন এই গ্রামেরই ভূমিপুত্র কনকপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গৌরাঙ্গ কর্মকার।

চলুন দেখে নিন আমাদের প্রতিবেদন নীচের লিঙ্কে ক্লিক করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.