চাকরি ও শিক্ষাশিরোনামে ঘাটাল

Civil Service Exam : সিভিল সার্ভিসের অ্যাসপিরেন্টদের জন্য একদিনের ওয়ার্কশপ ঘাটালে

সিভিল সার্ভিসের অ্যাসপিরেন্টদের জন্য একদিনের ওয়ার্কশপ ঘাটালে, আসবেন জেলা শাসক 

 

নিজস্ব সংবাদদাতা, ঘাটাল : পশ্চিমবঙ্গ থেকে যাতে বেশি ছেলেমেয়ে সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষার(Civil Service Exam) সফল হওয়ার স্বপ্ন দেখতে পারে এবং প্রস্তুতি নিতে পারে সেইজন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কলকাতার নেতাজী সুভাষচন্দ্র বসু অ্যাডমিনেস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউটে তৈরি করেছেন সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার।

 

জেলার ছেলেমেয়েরা যাতে সেই প্রশিক্ষণ নিতে পারেন তার সুলুক সন্ধান দেওয়ার জন্য এবং সিভিল সার্ভিস অ্যাসপিরেন্টস দের অনুপ্রাণিত করতে পশ্চিম মেদিনীপুরের(Paschim Medinipur) জেলা শাসক শ্রী খুরশিদ আলি কাদরী(IAS) এবং জেলার অন্যান্য আই এ এস পদমর্যাদার আধিকারিকেরা হাজির থাকবেন একটি ওয়ার্কশপে।

 

আগামী ৪ঠা নভেম্বর, ২০২৩, শনিবার, বিকাল ৪ ঘটিকায় এই ওয়ার্কশপটি আয়োজিত হবে ঘাটাল(Ghatal) বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ের  দিনময়ী সভাকক্ষে। স্নাতকোত্তর, স্নাতক এবং উচ্চমাধ্যমিক স্তরের আগ্রহী ছাত্রছাত্রীরা ও সিভিল সার্ভিসের অ্যাসপিরেন্টরা এই একদিনের ওয়ার্কশপে উপস্থিত থাকতে পারবে। আসন সীমিত।

 

নীচের গুগল ফর্মটি পুরণ করে নিজের নাম নথিভূক্ত করুন – 

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe6hwPB6gOare9MRSk1RjAXVFJL3Hy2TFHR5AMNFbZrYSqv9w/viewform?usp=sf_link

বিস্তারিত জানার জন্য ঘাটাল মহকুমা প্রশাসনের ওয়েবসাইট দেখুন – 

https://sdoghatalonline.com/

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.