বাজারে সল্প মূল্যে আত্মপ্রকাশ LIC’র (LIC IPO) শেয়ার! চিন্তায় সাধারণ পলিসি হোল্ডাররা, বিতর্ক তুঙ্গে
ভুবন মোহনকর: ০৪/০৫/২০২২: গত সপ্তাহেই ভারতের জীবন বিমা নিগম এর (LIC) পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে বুধবার ভারতীয় শেয়ার বাজারে আত্মপ্রকাশ করবে এলআইসি আইপিও। ৪ মে থেকে শেয়ারে সাধারণ বিনিয়োগকারীরা এলআইসির শেয়ার কিনতে পারবে বলেই জানিয়েছিল এই রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা।
কিন্তু শেয়ার বাজারে এলআইসির আইপিও (IPO) আত্মপ্রকাশের আগেই নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। আজ, বুধবার এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেল। আর তার পরই নানা মহলে নানা বিতর্ক। সাধারণ মানুষ এই বিষয়টি নিয়ে খুবই দ্বিধাগ্রস্ত, ক্ষুব্ধ। তাঁদের অভিযোগ, বিমা সংস্থার বাজারমূল্যকে আড়াই থেকে চার গুণ করে তার পরে শেয়ারের দর ঠিক করা উচিত। কিন্তু এলআইসি’র ক্ষেত্রে তা হয়নি। এলআইসি’র বাজারমূল্য হঠাৎ কমল কোন যুক্তিতে? এলআইসি-র শেয়ারের বাজারমূল্যকে আড়াই গুণ করে শেয়ারের দর ঠিক হলে দাম হওয়া উচিত ছিল ২১৩২ টাকা।
কিন্তু এক্ষেত্রে দাম অনেকটাই কম। কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, “এলআইসির আইপিও বিক্রি নিয়ে সরকারের উদ্দেশ্য ও পদ্ধতি নিয়ে আমাদের আপত্তি রয়েছে। এলআইসির মত সংস্থা কমদামে বাজারে ছাড়ার জন্য সরকারের এই পদ্ধতি নিয়ে আমাদের মনে প্রশ্ন জেগেছে। সেই কারণে এই নিয়ে আমাদের কৌতুহল অনেকটাই বেশি।” বিশেষজ্ঞদের মতে এর কম দামের ফলে মোট ৩০ হাজার কোটি টাকার লোকসান হবে।” বিরোধীদের অভিযোগ, আন্তর্জাতিক লগ্নিকারীদের সামনে মাথা নত করেছে সরকার। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যখন গোটা বিশ্বের অর্থনীতিতে প্রভাব ফেলেছে তখন সরকার কী ভাবে এলআইসি বিলগ্নিকরণের পথে হাঁটল। সি পি চন্দ্রশেখর, প্রভাত পট্টনায়কের মত অর্থনীতিবিরাও সরকারের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন।
এলআইসি আইপিওতে, সরকার তার ২২,১৩,৭৪,৯২০টি শেয়ার বিক্রি করছে। বিনিয়োগকারীরা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন সরাসরি এবং ডিজিটাল দুইভাবেই আবেদন করার সুযোগ পাচ্ছেন। এমনকি গ্রে মার্কেটেও শেয়ারের দাম বাড়ছে। ভারত সরকার তার ইন্ডিয়ার প্রাথমিক
অফার থেকে ২১,০০৮ কোটি টাকা তুলতে চায়। যা সম্পূর্ণরূপে ১০০ শতাংশ অফার ফর সেল।
একনজরে LIC IPO
▪️ আজ বাজারে এসে গিয়েছে জীবন বিমা নিগমের (এলআইসি) ইনিশিয়াল পাবলিক অফারিং (আইপিও)। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে কেনাবেচা। প্রতিটি শেয়ারের দাম ৯০২ টাকা থেকে ৯৪৯ টাকার স্তরে ধার্য করা হয়েছে।
▪️ বিমা সংস্থার ৩.৫ শতাংশ শেয়ার বাজারে ছাড়া হয়েছে। সেই পরিমাণ শেয়ার বিক্রি করে বাজার থেকে ২১,০০০ কোটি টাকা থেকে ৩০,০০০ কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র।
▪️ বাজারে মোট ২২.১৩ কোটি শেয়ার ছাড়া হয়েছে। পলিসিহোল্ডারদের জন্য ১০ শতাংশ শেয়ার (২.২১ কোটি শেয়ার) এবং এলআইসির কর্মচারীদের জন্য ১৫ লাখ শেয়ার সংরক্ষিত রাখা হচ্ছে। এলআইসির পলিসিহোল্ডাররা শেয়ারপিছু ৬০ টাকা এবং খুচরো বিনিয়োগকারী ও কর্মীরা ৪০ টাকা ছাড় পাবেন।
▪️ বিনিয়োগকারীদের ন্যূনতম ১৫ টি শেয়ার কিনতে হবে। অর্থাত্ এলআইসির শেয়ার কেনার জন্য কমপক্ষে ১৩,৫৬০ টাকা দিতে হবে।