বর্ষাকাল স্পেশাল ভুত সংখ্যা – পর্ব -১
রাত তখন প্রায় ৯ টা বেজে ৪৫ হয়েছে। রেল লাইনের ওপর দিয়ে ঘড়ঘড় শব্দ করে আপ মেদিনীপুর লোকাল বেরিয়ে গেলো। মণি তখনও রেল লাইনের ওপর বসে। তার নিজেকে আজ যেন নতুন মনে হচ্ছে। সামনেই রেল লাইনে পড়ে আছে লোকাল ট্রেনে ধাক্কা খাওয়াও ডেড বডিটা। বিভৎস রক্তাক্ত দুমড়ানো মুচড়ানো শরীর থেকে মাথা আলাদা হওয়া একটা লাশ! সেটা দেখে সে কাঁদবে নাকি হাসবে, সব কষ্টের অবসান নাকি হেরে যাওয়া সেটা ও বুঝতে পারছে না। হটাৎ এক বিকট অট্টহাসি আবার সঙ্গে সঙ্গেই বিকট সুরে নাকি কান্না…তারপর ঐ একই লাইনে আবারও একটা ট্রেন শব্দ করে চলে গেলো। ট্রেনের আলো দেখে মনি কালো ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে কোথায় যে মিলিয়ে গেলো?