এবার মমতার পছন্দের নীল সাদা রঙের ড্রেস সকল স্কুলে নয়া নির্দেশিকা!
ভুবন মোহনকর : ০৪/০৩/২০২২; রাজ্যের সমস্ত স্কুলের জন্য এবার একইরকমের পোশাক নির্ধারিত করে দিল রাজ্য সরকার। প্রত্যেক ছাত্রছাত্রীকেই পরতে হবে নীল-সাদা পোশাক।
সরকারি স্কুল, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল ও সরকার পোষিত সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের জন্যই প্রযোজ্য হবে এই নিয়ম। ইতিমধ্যেই নবান্নের তরফ থেকে স্কুল ইউনিফর্ম সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে সব স্কুলে।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, এবার থেকে সমস্ত সরকারি স্কুল এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য এই নীল-সাদা রঙের পোশাক বাধ্যতামূলক করা হচ্ছে । রাজ্যের তরফেই এই পোশাক পড়ুয়াদের দেওয়া হবে ৷ রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীগুলির মাধ্যমে এই পোশাক তৈরি করানো হচ্ছে ।
নবান্নের তরফে এই সংক্রান্ত নির্দেশিকা ইতিমধ্যেই পাঠানো হয়েছে শিক্ষা দফতরকে । রাজ্যের সব জেলার বিডিওদের কাছেও এই নির্দেশ পাঠিয়েছে শিক্ষা দফতর ৷ বিডিওরাই জেলার বিভিন্ন সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের পড়ুয়াদের জন্য স্বনির্ভর গোষ্ঠীদের কাছে পোশাকের বরাত দিচ্ছেন।