বিদেশের মাটিতে পা রাখার সাথে সাথে হেনস্থা হলেন বলিউড অভিনেতা সতীশ শাহ
নিজস্ব সংবাদদাতা: ভারতীয় হওয়ার কারণে লন্ডন বিমানবন্দর এই হেনস্থা হতে হলো অভিনেতাকে। গোটা বিষয়টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে প্রকাশ করেছেন অভিনেতা সতীশ শাহ।
বিভিন্ন সিনেমার কারণে সতীশ বিদেশ যাত্রা করে থাকেন। সেজন্যই সম্প্রতি লন্ডনে উড়ে গিয়েছিলেন সতীশ। বিমানবন্দরে প্রথমশ্রেণীর লাউঞ্জে বসে থাকা বিমান কর্মীদের তরফ থেকে আসে কিছু কটাক্ষ। সতীশ সেখান থেকে শুনতে পান, এক বিমানকর্মী বলেন, ‘সতীশ শাহের মতো অভিনেতারা প্রথম শ্রেণির টিকিট কী করে কাটতে পারেন?’
টুইট করে সতীশ লেখেন, ”বিমানবন্দরে কর্মীর এমন প্রশ্ন শুনে আমি একটাই উত্তর দিয়েছি। কারণ আমরা ভারতীয়। তাই এই খরচ আমরা সহজেই দিতে পারি।”
এরকম টুইট এ গোটা ঘটনাটারি নিন্দা করেছেন। অনেকে আবার সতীশকে প্রতিবাদ করার কথাও জানিয়েছেন। তবে বলিউড অভিনেতা এই ব্যাপারে চুপই থাকতে চান।