আদিপুরুষ বিতর্কে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হিন্দু সেনা, ছবি থেকে বাদ দিতে হবে রামায়ণের চরিত্র
নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি মুক্তি পেয়েছে বলিউডের বিগ বাজেট মুভি আদিপুরুষের (adipurush) টিজার, আর তাতেই বিতর্ক চরমে উঠেছে। এই মুভির টিজার হিন্দু ধর্মাবেকে আঘাত হেনেছে বলে দাবি হিন্দু সেনার। তাই আদিপুরুষ ছবি থেকে বিতর্কিত দৃশ্য অবিলম্বে বাদ দেওয়া হোক এই দাবি করে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছে হিন্দু সেনা(Hindu Sena) । আদিপুরুষ থেকে রাম, সীতা, হনুমান এবং রাবণ-এর যত চরিত্র রয়েছে, সেগুলি বাদ দিতে হবে এমনই দাবি করে হিন্দু সেনার সভাপতি বিকাশ গুপ্তা দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন।
হিন্দু সেনার তরফ থেকে জানানো হয়, এই বিতর্কিত ছবির বিরুদ্ধে অভিযোগ তুলে আগেই কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রীর কাছে বিষয়টি জানানো হয়েছিল। কিন্তু তারপরেও এই বিষয়ে কোনো রকম উত্তর পাওয়া যায়নি। যার কারণে এবার এতে হাইকোর্টের(High Court) দ্বারস্থ হয়েছে।
ইতিমধ্যেই সামনে এসেছে পরিচালক ওম রাউতের আদিপুরুষ ছবির টিজার। ছবিটি হিন্দু পৌরাণিক কাপড় রামায়ণের(Ramayana) কাহিনীর উপর ভিত্তি করে নির্মিত হয়েছে। রামের চরিত্রে দেখা মিলেছে দক্ষিণী অভিনেতা প্রভাসের। রাবণের চরিত্রে রয়েছেন সেইফ আলী খান এবং সীতার চরিত্রের কৃতি স্যানন।হনুমানের চরিত্রে দেখা গিয়েছে দেবদত্ত নাগেকে। তবে চরিত্রগুলিকে বিকৃত করা হয়েছে বলে দাবি অনেকেরই।
আদিপুরুষের(Adipurush) টিজারে পর্দার রাবণরূপী সইফকে ক্ষুব্ধ দর্শকদের একাংশ। রাবণ শ্রীলংকার রাজা হওয়া সত্বেও তাকে মুঘল সম্রাটদের মতো কেন সাজানো হলো এই নিয়ে তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় আদিপুরুষের পরিচালক এবং প্রযোজনা সংস্থাকে। একি রাবণ নাকি কোনো মোগল বাদশা? চামড়ার জ্যাকেট, চোখে সুরমা পরা রাবণ! প্রশ্ন উঠেছে হনুমানেরও গোঁপ ছাড়া দাড়ি নিয়েও। শুধু তাই নয় ছবিতে ‘রামায়ণ’-এর প্রকৃত গল্পকে বিকৃত করার অভিযোগ তোলা হয়েছে। এই অংশগুলি বাদ দেওয়ার দাবি উঠেছে মামলায়।