বলিউডবিনোদন

“গাঙ্গুবাই”! একটি সাড়া ফেলানো বিতর্কিত ছবি

“গাঙ্গুবাই”! একটি সাড়া ফেলানো বিতর্কিত ছবি

 ভুবন মোহনকর: ২৬/০২/২০২২ সঞ্জয় লীলা বনশালি পরিচালিত এই ছবিতে মুখ্যচরিত্রে আলিয়া ভাটের অভিনয়ে মুগ্ধ তামাম ছবি সমালোচকের দল। একই সুরে ছবির গুণগান গাইছেন দর্শককুলও।

অবশ্য এই ছবির মুক্তির আগেই অবশ্য আলিয়া জ্বরে কেঁপেছিল গোটা দেশ। সিনেমার একটার পর একটা স্পয়লার সামনে এসেছে আর নতুন নতুন করে মহেশ ভাট কন্যার প্রেমে পড়েছেন দর্শকরা।

২০২০ সালে গঙ্গুবাইয়ের সাজে আলিয়ার ছবি প্রথম বার প্রকাশ্যে আসে। কথা ছিল, ২০২১-এ মুক্তি পাবে সঞ্জয় লীলা ভন্সালী পরিচালিত এই ছবি। কিন্তু সেই পরিকল্পনাও ভেস্তে যায় করোনার প্রকোপে। দীর্ঘ অপেক্ষা, আইনি জটিলতা পেরিয়ে অবশেষে পর্দায় আসবে ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’।

কিছু কিছু মাল্টিপ্লেক্সে প্রায় হাজার টাকায় এই ছবির টিকিট বিক্রি হচ্ছে। মুম্বইয়ের যশ রাজ স্টুডিওতে ‘গঙ্গুবাই’-এর একটি স্পেশ্যাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছেন বনশালি। সেখানে বাছাই করা অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দীপিকা পাড়ুকোনও। বলিউড হাঙ্গামায় প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ছবি শেষে প্রেক্ষাগৃহের বাইরে বেরিয়েই আলিয়াকে আনন্দে জড়িয়ে ধরে তাঁকে প্রশংসায় ভরিয়ে দেন দীপিকা। সব অভিমান ও রাগ ভুলে হাসি-ঠাট্টায় মেতে ওঠেন বলিপাড়ার এই প্রথম সারির দুই নায়িকা। উল্লেখ্য, এই সিনেমাতে একজন পতিতার ভূমিকায় দেখতে পাওয়া যাবে আলিয়া ভাটকে। ছবিতে আলিয়া ভাটের লুক এবং অভিনয় দেখে ইতিমধ্যেই বেশ ভক্তরা। নেতিবাচক মন্তব্যকে সরিয়ে রেখে আরো একবার মানুষের মনে জায়গা করে নিতে পারবেন আলিয়া ভাট, এমনটাই মনে করা হচ্ছে।

কিন্তু কে এই গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি? কি তার পরিচয়? চলুন এক নজরে একটু দেখে নেওয়া যাক।গাঙ্গুবাঈ গুজরাটের কাথিয়াবারিরর বাসিন্দা ছিলেন এবং গাঙ্গুবাঈ এর ভালো নাম ছিল হরজীবনদাস কাঠিয়াওয়াড়ি।

গঙ্গার জীবন কোন চলচ্চিত্রে থেকে কম ছিল না। ছোটবেলা থেকেই গঙ্গার স্বপ্ন ছিল বড় নায়িকা হওয়ার। ১৬ বছর বয়সে গঙ্গা কলেজে যেতে শুরু করে। অন্য সকলের মত রঙিন দিন ছিল তাঁর। কিন্তু সেই সময় একজন এমন মানুষের প্রেমে অন্ধ হয়ে গেল গঙ্গা, তখন থেকেই জীবন ছারখার হয়ে গেল তাঁর। তার পর কি হয়েছে সেটা জানতে হলে অবশ্যই হলে বসে বা বাড়িতে নিশ্চয় দেখতে হবে এই ছবিটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.