অফবিটকলকাতাখবরদেশরাজ্যসেলিব্রিটি

প্রয়াত গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় – বাংলা গানের স্বর্ণ যুগের অবসান

প্রয়াত গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় – বাংলা গানের স্বর্ণ যুগের অবসান

বাংলার সংগীত জগতের এক স্বর্ণযুগের অবসান। প্রয়াত গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee)। মঙ্গলবার সন্ধেবেলা কলকাতার বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৯০ বছরের কিংবদন্তি।

মঙ্গলবার অ্যাপোলো হাসপাতালের (Apollo Hospital) তরফে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছিল, গীতশ্রীর শারীরিক পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক। এদিন সকালে তাঁর রক্তচাপ কমে যায়। যে কারণে ভেসোপ্রেসার সাপোর্টে রাখা হয়েছিল কিংবদন্তি সংগীতশিল্পীকে। তবে শেষরক্ষা হল না।

১৯৩১ সালের ৪ অক্টোবর কলকাতার ঢাকুরিয়া এলাকায় জন্ম শিল্পীর। ৬ ভাইবোনের মধ্যে তিনিই ছিলেন সবচেয়ে ছোট। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি অনুরাগ। পণ্ডিত সন্তোষ কুমার বসু, অধ্যাপক এ টি কান্নান, অধ্যাপক চিন্ময় লাহিড়ীর কাছে তাঁর শিক্ষা শুরু। ছিলেন উস্তাদ বড়ে গুলাম আলি খাঁর শিষ্যা। মুম্বইয়ে নিজের কেরিয়ার শুরু করেন সন্ধ্যা মুখোপাধ্যায়। রাইচাঁদ বড়াল, শচীন দেববর্মনের মতো সংগীত পরিচালকের তত্ত্বাবধানে ‘আঞ্জান গড়’, ‘তরানা’র মতো সিনেমার গানে নেপথ্য কণ্ঠ দিয়েছিলেন।

প্রায় ১৭টি হিন্দি ছবির জন্য গান গাওয়ার পর ব্যক্তিগত কারণে কলকাতায় চলে আসেন সন্ধ্যা মুখোপাধ্যায়। সেই থেকে শুরু বাংলার সুরেলা জগতের এক নতুন অধ্যায়। ‘সপ্তপদী’, ‘পথে হল দেরী’, ‘অগ্নি পরীক্ষা’, ‘দেওয়া নেওয়া’, ‘পিতা পুত্র’ – একের পর এক সিনেমায় তাঁর কণ্ঠের জাদু শ্রোতাদের মুগ্ধ করেছে বললে কম বলা হবে।হেমন্ত মুখোপাধ্যায়, সলিল চৌধুরীর সঙ্গে জুটি বেঁধে বহু কালজয়ী গান উপহার দিয়েছেন গীতশ্রী।

জাতীয় পুরস্কার পেয়েছেন ‘জয় জয়ন্তী’, ‘নিশিপদ্ম’ সিনেমায় গান গেয়ে। পেয়েছেন বঙ্গ বিভূষণ। ১৯৬৬ সালে কবি ও গীতিকার শ্যামল গুপ্তকে বিয়ে করেন সন্ধ্যা মুখোপাধ্যায়। শিল্পীর গাওয়া বহু গানের কথাই শ্যামল গুপ্তর লেখা।

গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্য়ায়ের কালজয়ী গানগুলির মধ্যে আজও মুখে মুখে ঘোরে, বাংলা সিনেমার মাইলফলক সপ্তপদী ছবিতে ‘এই পথ যদি না শেষ হয়’, নায়িকা সংবাদ ছবির ‘কী মিষ্টি দেখো মিষ্টি’, অগ্নিপরীক্ষা ছবির ‘গানে মোর ইন্দ্রধনু’, অগ্নিপরীক্ষা ছবিতে ‘কে তুমি আমারে ডাকো’, সবার ওপরে ছবিতে ‘ঘুম ঘুম চাঁদ’, অ্যান্টনি ফিরিঙ্গিতে ‘চম্পা চামেলি’, দেয়া নেয়া ছবিতে ‘এ গানে প্রজাপতি’, বিপাশা ছবিতে ‘আমি স্বপ্নে তোমায় দেখেছি’-সহ আরও অনেক গান ৷

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পশ্চিমবঙ্গে আসা লক্ষ লক্ষ উদ্বাস্তুদের জন্য ভারতীয় বাঙালি শিল্পীদের আন্দোলনে যোগ দিয়েছিলেন এই বঙ্গকন্যা ৷ বাংলাদেশে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের স্থপতি সে দেশের সঙ্গীতশিল্পী সমর দাসের সাহায্যে বেশ কিছু দেশাত্মবোধক গান রেকর্ড করেছিলেন ৷ শেখ মুজিবর রহমানের কারাগার থেকে মুক্তি উপলক্ষে তিনি গেয়েছিলেন, ‘বঙ্গবন্ধু তুমি ফিরে এলে’৷ অবশেষে বাংলা স্বর্ণ যুগের অবসান হলো। শেষ রক্ষা হলো না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.