ঢাকায় বাতিল নোরা ফাতির নাচের অনুষ্ঠান, ওটা বাঁচাতেই কি এইরূপ সিদ্ধান্ত ??
নিজস্ব সংবাদদাতা: বলিউড ইন্ডাস্ট্রিতে বেজায় নাম-ডাক নোরা ফতেহির। দেশের বাইরেও তাঁর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়! নায়িকার নৃত্যশালীর গুণমুগ্ধ প্রচুর। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নাচ করতে বাংলাদেশ যাওয়ার কথা ছিল নোরা ফতেহির। কিন্তু সে পরিকল্পনা বাতিল করল সে দেশের সরকার। কারণ হিসেবে বলা হয়েছে, বাংলাদেশ সরকার ডলার বাঁচানোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে। অনুষ্ঠানে নাচের জন্য আগামী নভেম্বরের মাঝামাঝি ঢাকায় যাওয়ার কথা ছিল বলিউড তারকার। ডিসেম্বরেও আর একটি অনুষ্ঠান ছিল সে দেশে। সেটি আগেই বাতিল হয়ে গিয়েছে একই কারণে।
স্বরাষ্ট্রমন্ত্রক বিদেশি মুদ্রা বিনিময়ে অস্থিরতার মধ্যে কেন্দ্রীয় ব্যাঙ্কের ডলার নিয়ে নিয়ন্ত্রণের কথা উল্লেখ করে অনুষ্ঠান বাতিল করেছে। । এ মাসের শেষাশেষি বিশ্বব্যাঙ্ক হাসিনা সরকারের অনুরোধমতো তাদের প্রথম নেগোনিয়েশন মিশন পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এ খবর জানিয়েছেন বিশ্বব্যাঙ্কের এশিয়া-প্যাসিফিকের ডেপুটি ডিরেক্টর অ্যানে মেরি গুলডে ওলফ। গত তেরো তারিখে সাংবাদিক বৈঠকে ওলফ জানিয়েছেন, বিদেশি রিজার্ভ এখনও স্বস্তি জনক অবস্থায় রয়েছে। তবে তা ক্রমশ নীচের দিকে নামার ইঙ্গিত দিচ্ছে। বিশ্ব ব্যাঙ্ক আর্থিক পরিস্থিতি সবল করার লক্ষ্যে অর্থনৈতিক প্রোগ্রাম নিয়ে আলোচনা চালাচ্ছে। এই প্রোগ্রাম আর্থিক পরিস্থিতিতে স্থিতাবস্থা আনতে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে সহায়তা করবে বলেই তাঁর ধারণা।
মরক্কো-কানাডা বংশোদভূত নোরা ২০১৪ সালে বলিউডে হিন্দি ছবিতে সফল হয়ে সবার নজরে আসেন। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়া প্লাটফর্মেও অত্যন্ত জনপ্রিয় নোরা ফাতেহি । সামাজিক মাধ্যমে লক্ষ্য লক্ষ্য মানুষ অনুসরণ করেন তাকে। সম্প্রতি ‘ঝলক দিখলাজা’ এর নতুন সিজনেও দেখা যেতে চলেছে আইটেম সং কুইন নোরা ফাতেহিকে। প্রসঙ্গত, কিছুদিন আগেই কনম্যান সুকেশ চন্দ্র শেখরের ২০০ কোটি টাকা চাঁদা তোলাবাজির কেসে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিলে