শাহরুখের ফ্যান ক্লাবের তরফ থেকে ৫০,০০০ অনুরাগীকে ‘পাঠান’ দেখানোর সুব্যবস্থা করা হলো!
নিজস্ব সংবাদদাতা: ইতিমধ্যে “পাঠান” সিনেমাটি নিয়ে নানান বিতর্কে জড়িয়ে ছিল অভিনেতা অভিনেত্রী সহ অনেকেই। সিনেমা গুজরাটে রিলিজ করতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছে বজরং দল। অপরদিকে শাহরুখেরই এক ফ্যান ক্লাব থেকে নেওয়া হল মহা উদ্যোগ। ৫০ হাজার অনুরাগীদের ফাস্ট ডে ফাস্ট শো দেখাতে ব্রতী হয়ে উঠল শাহরুখ ফ্যান ক্লাব। প্রিয় তারকার কামব্যাকে আরো অনেক পরিকল্পনা রয়েছে শাহরুখের ফ্যানদের।
শাহরুখের কামব্যাক ছবি পাঠান সিনেমাটি হলে রিলিজ হতে চলেছে আগামী ২৫ শে জানুয়ারি। নানান বিতর্কে সৃষ্টি হয়েছিল এই ছবিটিকে নিয়ে। নায়িকা দীপিকা পাড়ুকোনের গেরুয়া বিকিনি পরা নিয়েও বিস্তর জলঘোলা হয়েছে। টুইটারে ট্রেন্ডিং হয়েছে ‘বয়কট পাঠান’। কিন্তু তারই মধ্যে থেকে শাহরুখের এক ফ্যান ক্লাবের তরফ থেকে করা হলো নানান আয়োজন।
এক বিনোদনমূলক সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জানা যায়, এসআরকে ইউনিভার্স (SRK Universe) নামের ফ্যান ক্লাবের যুগ্ম-প্রতিষ্ঠাতা যশ পারিয়ানি জানান, দু’শোরও বেশি শহরে তাঁরা শাহরুখের অনুরাগীদের ‘পাঠান’ দেখানোর উদ্যোগ নিয়েছেন। প্রিয় তারকার কামব্যাক সিনেমা দেখতে পাবেন প্রায় পঞ্চাশ হাজার অনুরাগী। এবং খবর পাওয়া যায় এর আগেভাগে বুকিং করতে প্রায় এক কোটি টাকা পর্যন্ত খরচ হবে।
শোনা যায়, এখনও পর্যন্ত মুম্বইয়ে এমন সাত থেকে আটটি ফার্স্ট ডে ফার্স্ট শো বুক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লিতে অন্তত ছ’টি শো বুক করা হবে শাহরুখের অনুরাগীদের জন্য। শুধু ২৫ জানুয়ারি নয় সাধারণতন্ত্র দিবসের উইকএন্ড জুড়ে এমন নানা আয়োজন থাকছে। ফ্যান ক্লাবের পক্ষ থেকে ‘পাঠান’ স্পেশ্যাল কাটআউট, ঢোল এবং অন্যান্য সামগ্রীও বিলি করা হচ্ছে। যাতে কোনও প্রকার কোনো খামতি না থাকে বলিউড বাদশার কামব্যাক ছবির সেলিব্রেশনে।