নববর্ষে বাংলা’কে কেন্দ্রের দারুন উপহার! এবার সেনা নিয়োগের পরীক্ষা হবে বাংলা ভাষায়
ভুবন মোহনকর: ১৫/০৪/২০২৩: এবার হিন্দি ও ইংরেজি ভাষার পাশাপাশি আরও ১৩টি ভাষায় পরীক্ষা দিয়ে সেনাবাহিনীতে যোগদান করা যাবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এই ঘোষণা হয়েছে। স্থানীয় যুবকদের কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে যোগদান করাতে এমন ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
In a historic decision, MHA decides to conduct the Constable (GD) CAPF exams in 13 regional languages also. It will give an impetus to participation of local youth in CAPFs.
The decision reflects PM @narendramodi Ji's commitment to developing and encouraging regional languages. pic.twitter.com/Dd1iNWzyL5
— गृहमंत्री कार्यालय, HMO India (@HMOIndia) April 15, 2023
বিবৃতিতে বলা হয়েছে, বাংলা, অসমিয়া, গুজরাটি, মারাঠি, মালায়ালাম, কন্নড়, তামিল, তেলুগু, ওড়িয়া, উর্দু, পঞ্জাবি, মণিপুরী এবং কোঙ্কানি— এই মোট ১৩ ভাষায় প্রশ্নপত্র থাকবে। CAPF , CRPF BSF, CISF, ITBP, SSB NSG বাহিনীর পরীক্ষার জন্য ১৩ আঞ্চলিক ভাষায় পরীক্ষা দেওয়া যাবে।