পিংলা কলেজে শুরু হলো নতুন মেধা পুরষ্কার। অধ্যক্ষ মহাশয়ের হাতে তুলে দিলেন এক লক্ষ টাকা
সব্যসাচী গুছাইত , নিজস্ব সংবাদদাতা: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত পিংলা থানা মহাবিদ্যালয়ে বর্তমান শিক্ষাবর্ষ থেকে চালু হলো নতুন মেধা পুরষ্কার। কলেজের প্রাক্তন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান, প্রয়াত অধ্যাপক হরেকৃষ্ন খাটুয়ার জীবনের শেষ ইচ্ছা অনুযায়ী, উনার পিতা স্বর্গীয় তিতারাম খাটুয়া ও মাতা স্বর্গীয়া সুহাসিনী খাটুয়ার স্মৃতির উদ্দেশ্যে চালু হলো…..
“সুহাসিনী খাটুয়া তিতারাম খাটুয়া মোমোরিয়াল পুরষ্কার।
এদিন পিংলা কলেজে এই বৃত্তি বা পুরষ্কার চালু করার জন্য আসেন, কলেজের প্রয়াত অধ্যাপক হরেকৃষ্ন খাটুয়ার জামাতা তথা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ সেবক জানা ও কন্যা সায়ন্তনী জানা।
মূলত কন্যা সায়ন্তনী জানা ও সহধর্মীনি সবিতা খাটুয়ার উদ্দোগে এদিন কলেজের অধ্যক্ষ মাননীয় ডঃ সুকুমার চন্দ্র মহাশয়ের হাতে এক লক্ষ টাকার চেক তুলে দিয়ে স্বর্গীয় অধ্যাপক হরেকৃষ্ন বাবুর শেষ ইচ্ছা পুরন করার কথা বলেন। এই এককালীন অর্থ থেকে প্রতি বছর কলেজের UG ও PG কোর্সের বাংলা বিভাগের সর্বোচ্চ নাম্বার প্রাপকদের হাতে বৃত্তি বা পুরষ্কার তুলে দেওয়া হবে বলে জানান কলেজের অধ্যক্ষ ডঃ সুকুমার চন্দ্র।
উনাদের এই প্রচেষ্টাকে ধন্যবাদ জানিয়ে অধ্যক্ষ ডঃ চন্দ্র বলেন- “কলেজে এ ধরনের স্মৃতি পুরষ্কার অনেক বিভাগে চালু আছে, কলেজের প্রতিষ্ঠা দিবসের দিন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা ছাত্রছাত্রীদের হাতে তুলে দেই। তবে আজ থেকে এই সুহাসীনি খাটুয়া ও তিতারাম খাটুয়া মেমোরিয়াল পুরষ্কার কলেজের ইতিহাসে নতুন সংযোজন, যা বাংলা বিভাগের ছাত্রছাত্রীদের আরোও উদ্ভুদ্ধ করবে।”