উচ্চমাধ্যমিকের রেজাল্টে একই স্কুলে প্রথম দশে ২২ জন , নেট দুনিয়ায় বিতর্ক জলচক স্কুলকে নিয়ে

উচ্চমাধ্যমিকের রেজাল্টে একই স্কুলে প্রথম দশে ২২ জন , নেট দুনিয়ায় বিতর্ক জলচক স্কুলকে নিয়ে

 

সব্যসাচী গুছাইত

নিজস্ব প্রতিনিধী

১১/০৬/২০২২

 

 

একই স্কুল থেকে প্রথম দশে ২২ জন ছাত্রছাত্রী! ভাবতেই অবাক লাগছে সবার। এমনটা যে আশা করেননি স্কুলের শিক্ষকরাও। ভেবেছিলেন ভালো ফল হবে। কিন্তু তাই বলে ভালো ফলের বন্যা। সুখবরের আনন্দে তাই মাতোয়ারা স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা থেকে অভিভাবকেরা। এমনটাই ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের জলচক নাটেশ্বরী নেতাজী বিদ্যায়তনে। স্কুলের প্রধান শিক্ষক তরুন কুমার চক্রবর্তী জানান, “প্রথম দশের মধ্যে আমাদের স্কুলের ২২ জন ছাত্রছাত্রী রয়েছে। ছাত্রছাত্রীরা ভালো ফল করবে ভেবেছিলাম। কিন্তু ছাত্রছাত্রীরা আমাদের এভাবে ভরিয়ে দেবে সত্যিই ভাবতে পারিনি। এতে সত্যিই আনন্দের সীমা নাই”।

কিন্তু একি স্কুল থেকে মেধাতালিকায় প্রথম দশে কি করে এত জন স্থান অর্জন করলো তা নিয়ে ইতিমধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। তবে স্কুল কর্তৃপক্ষ কোন বিতর্ককে প্রাধান্য দিতে নারাজ। হোম সেন্টারে পরীক্ষা হলেও, পরীক্ষা পরীক্ষার মতোই হয়েছে বলে দাবী করেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা।

তাছাড়া এই স্কুলের সুনাম রয়েছে বহু বছর ধরে। প্রতি বছরই ভালো ফল হয়। প্রথম দশের মধ্যেও স্থান করেন ছাত্রছাত্রীরা। কিন্তু এমন চমকপ্রদ ফল এবারই প্রথম। এই স্কুলেরই ছাত্র সায়নদ্বীপ সামন্ত ৪৯৭ পেয়ে রাজ্যের মধ্যে দ্বিতীয় হয়েছেন।

 

তৃতীয় হয়েছেন পরিচয় পাড়ি (৪৯৬)

 

চতুর্থ স্থানে (৪৯৫) সৌম্যদীপ মন্ডল, কিংশুক রায়, প্রীতম মিদ্যা

 

ষষ্ঠ স্থানে শ্রীকৃষ্ণ সামন্ত (৪৯৩)

 

সপ্তম স্থানে (৪৯২) পিঙ্কি খাতুন, শান্তনু পাল, প্রতীক মন্ডল,

 

অষ্টম স্থান (৪৯১) পেয়েছেন শর্মিষ্ঠা গড়াই, শেখ রাহুল হোসেন, সৌম্যদীপ সামন্ত, অঙ্কন সাহু, সাহেব দাস অধিকারী, সৈকত রায়

 

নবম স্থানে (৪৯০) শতস্মিত মহাপাত্র, অমিয় শাসমল,

 

দশম স্থানে (৪৮৯) শৈলেশ জানা, পবিত্র বেরা, আকাশ ঘোষ, সৌম্যদীপ করন, শুভজিৎ শাসমল

 

স্কুলে এসে স্থানাধিকারীদের সম্বর্ধনা দিয়ে যান পিংলার বিডিও সহ পঞ্চায়েত সমিতির সভাপতি। স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীদের অনেকেই এসে দেখা করে যান স্কুলের শিক্ষক ও স্থানাধিকারীদের সাথে। এক কথায় খুশির বন্যা জলচকের এই স্কুলে।

 

শুক্রবার সাংবাদিক বৈঠকে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, এবার পাশের হার ৮৮.৪৪ শতাংশ। ৬ লক্ষ ৩৬ হাজার ৮৭৫ জন পাশ করেছে। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ২০হাজার ৮৬২। ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা প্রায় ৬৫,৪৮৬ বেশি। ছাত্রদের পাশের হার ৯০.১৯ শতাংশ, ছাত্রীদের ক্ষেত্রে এই হার ৮৬.৮৯ শতাংশ।

Curiosity Sangbad Barta Desk

Recent Posts

আজকের রাশিফল – ৫ই সেপ্টেম্বর, ২০২৪

কি আছে কপালে, আজকের সকালে ? দেখুন আজকের রাশিফল: ০৫/০৯/২০২৪   (এই আর্টিকেলে যে তথ্য…

3 days ago

আজকের রাশিফল – ৪ঠা সেপ্টেম্বর, ২০২৪, বুধবার

কি আছে কপালে, আজকের সকালে ? দেখুন আজকের রাশিফল: ০৪/০৯/২০২৪   (এই আর্টিকেলে যে তথ্য…

4 days ago

আজকের রাশিফল – ৩রা সেপ্টেম্বর,২০২৪, মঙ্গলবার

কি আছে কপালে, আজকের সকালে ? দেখুন আজকের রাশিফল: ০৩/০৯/২০২৪   (এই আর্টিকেলে যে তথ্য…

5 days ago

মাসের শেষ দিনটি কেমন যাবে আপনার, দেখুন আজকের রাশিফল – ৩১শে আগষ্ট ,২০২৪

কি আছে কপালে, আজকের সকালে ? দেখুন আজকের রাশিফল: ৩১/০৮/২০২৪   (এই আর্টিকেলে যে তথ্য…

1 week ago

আজকের রাশিফল – ৩০শে আগষ্ট, ২০২৪, শুক্রবার

কি আছে কপালে, আজকের সকালে ? দেখুন আজকের রাশিফল: ২৯/০৮/২০২৪   (এই আর্টিকেলে যে তথ্য…

1 week ago

আজকের রাশিফল – ২৯ শে আগষ্ট, ২০২৪

কি আছে কপালে, আজকের সকালে ? দেখুন আজকের রাশিফল: ২৯/০৮/২০২৪   (এই আর্টিকেলে যে তথ্য…

1 week ago