পশ্চিম মেদিনীপুর জেলায় শিশু সুরক্ষা কমিটি নিয়ে কর্মশালা! পৌরহিত্যে জেলা শাসক, এসপি!
ভুবন মোহনকর, পশ্চিম মেদিনীপুর: আজ ২৬ শে আগষ্ট পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদে পশ্চিম মেদিনীপুর জেলা শিশু সুরক্ষা কার্যালয়ের ব্যবস্থাপনায় এবং জেলা শাসক মাননীয়া আয়েশা রাণীর পৌরহিত্যে এক বিশাল একদিনের কর্মশালার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মূল বিষয় ছিল “বাল্য বিবাহ রোধ, শিশু পাচার ও শিশু শ্রম বন্ধ করা”!
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রধানসচিব নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিক সংঘমিত্রা ঘোষ। এছাড়াও উজ্জ্বল উপস্থিতি পশ্চিম মেদিনীপুর এর জেলা শাসক আয়েশা রাণী এবং জেলা আরাধক্ষ্যা দীনেশ কুমার সহ অতিরিক্ত জেলা শাসক গন, অতিরিক্ত পুলিশ আধিকারিক গণ, খড়গপুর ব্লকের M. L. A প্রদীপ সরকার থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের প্রশাসনিক বিশিষ্ট ব্যক্তি বর্গ। প্রায় ১০০০ জনকে নিয়ে এই কর্মশালার আয়োজন ছিল। যেখানে উপস্থিত ছিলেন সারা জেলার সকল ব্লক উন্নয়ন আধিকারিক গণ, থানার C W P O, সকল ব্লক ওয়েলফেয়ার অফিসার, সকল ব্লক সভাপতি, সকল ব্লকের নারী ও শিশু উন্নয়ন কর্মাধক্ষ্যা, সকল ব্লকের শিশু উন্নয়ন আধিকারিক, সরকার অনুমোদিত সকল এন জি ও র আধিকারিক ও কর্মীরা, মডেল স্কুলের শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রীরা সহ অন্বেষা কাউন্সিলর, মডেল গ্রামের প্রধান, পৌরপিতা প্রমুখ ব্যক্তি বর্গ।
প্রদীপ প্রজ্জ্বলন এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন জেলা শাসক, জেলা কর্মদক্ষ সহ অন্যান্য ব্যক্তি বর্গ। সুন্দর বাউল গানের মাধ্যমে সূচনা হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। মাঝে এই কর্মসূচির বিষয় নিয়ে ট্যাবলো র উদ্বোধন করা হয়। শিশু সুরক্ষার ওপর একটি পুস্তক প্রকাশ করা হয়েছে। সঙ্গে একটি ছায়াছবি ও প্রদর্শন করা হয়। বিশিষ্ট ব্যক্তি বর্গ তাঁদের মূল্যবান বক্তব্য রাখেন।
তাঁদের বক্তব্যের মূল বিষয় ছিল: ” বাল্য বিবাহ, শিশু নির্যাতন এবং শিশু পাচার রোধ এবং উন্নত ভবিষ্যতের জন্য প্রশাসনের ভূমিকা, জেলা স্তর থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত স্তরের শিশু সুরক্ষা কমিটি গুলিকে বিশেষ সচেতন হয়ে কাজ করতে হবে, এবং আগামী দিনে শিশু পাচার, বাল্য বিবাহ রোধ এবং শিশু নির্যাতন শুন্য বাংলা গড়তে হবে।