কলকাতাখবরচাকরি ও শিক্ষাজেলার খবররাজ্য

প্রকাশিত হল মাধ্যমিকের ফল প্রকাশের নির্ঘণ্ট! কবে কিভাবে দেখবেন জেনে নিন 

প্রকাশিত হল মাধ্যমিকের ফল প্রকাশের নির্ঘণ্ট! কবে কিভাবে দেখবেন জেনে নিন 

ভুবন মোহনকর: ৩০/০৫/২০২২: জল্পনা ছিল জুনের প্রথমেই প্রকাশিত হবে এবারের মাধ্যমিকের ফলাফাল। আর সেই জল্পনার অবসান হতে চলেছে কয়েকদিন পরেই। জুন মাসের প্রথম সপ্তাহেই প্রকাশিত হচ্ছে মাধ্যমিক ২০২২ এর রেজাল্ট। পর্ষদের বিজ্ঞপ্তি অনুসারে ৩ জুন এই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে।

চলতি বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন প্রায় ১১ লাখ ২৬ হাজার ৮৬৩ জন পরীক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ৫ লাখ ৫৯ জন এবং ছাত্রী ৬ লাখ ২৬ হাজার ৮০৪ জন।‌ ৩ জুন তাঁদের ভাগ্যপরীক্ষা। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে পর্ষদ জানিয়েছে, আগামী ৩ রা জুন সকাল ৯ টায় পর্ষদ সভাপতি এবছরের মাধ্যমিকের ফলাফল প্রকাশ করবে। সকাল ১০ টা থেকে অনলাইনে ছাত্রছাত্রীরা ফলাফল দেখতে পারবে। যে সমস্ত ওয়েবসাইটে মাধ্যমিকের ফলাফল (Madhyamik Result) দেখা যাবে সেগুলি হলো-

www.wbbse.wb.gov.in

http://wbresults.nic.in

www.exametc.com

www.indiaresults.com

কীভাবে মাধ্যমিকের রেজাল্ট

(WB Class 10th Results 2022)দেখতে পাবেন?

 

১) ফল দেখতে প্রথমেই wbresults.nic.in বা www.wbbse.wb.gov.in ওয়েসাইটে যেতে হবে।

২) সাইটে’ WBBSE Class 10th Results’লিঙ্কে ক্লিক করতে হবে।

৩) লিঙ্কে ক্লিক করলে যে নতুন পেজ খুলবে,সেখানে নিজের রোল নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে।

৪) এরপর ‘সাবমিট’ (Submit)বোতামে ক্লিক করতে হবে।

৪) স্ক্রিনে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ভেসে উঠবে।

৫) পরবর্তীকালে তা ব্যবহার করার জন্য পেজটি ডাউনলোড করে রাখা ভালো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.