ভুবন মোহনকর: ৩০/০৫/২০২২: জল্পনা ছিল জুনের প্রথমেই প্রকাশিত হবে এবারের মাধ্যমিকের ফলাফাল। আর সেই জল্পনার অবসান হতে চলেছে কয়েকদিন পরেই। জুন মাসের প্রথম সপ্তাহেই প্রকাশিত হচ্ছে মাধ্যমিক ২০২২ এর রেজাল্ট। পর্ষদের বিজ্ঞপ্তি অনুসারে ৩ জুন এই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে।
চলতি বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন প্রায় ১১ লাখ ২৬ হাজার ৮৬৩ জন পরীক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ৫ লাখ ৫৯ জন এবং ছাত্রী ৬ লাখ ২৬ হাজার ৮০৪ জন। ৩ জুন তাঁদের ভাগ্যপরীক্ষা। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে পর্ষদ জানিয়েছে, আগামী ৩ রা জুন সকাল ৯ টায় পর্ষদ সভাপতি এবছরের মাধ্যমিকের ফলাফল প্রকাশ করবে। সকাল ১০ টা থেকে অনলাইনে ছাত্রছাত্রীরা ফলাফল দেখতে পারবে। যে সমস্ত ওয়েবসাইটে মাধ্যমিকের ফলাফল (Madhyamik Result) দেখা যাবে সেগুলি হলো-
www.wbbse.wb.gov.in
http://wbresults.nic.in
www.exametc.com
www.indiaresults.com
(WB Class 10th Results 2022)দেখতে পাবেন?
১) ফল দেখতে প্রথমেই wbresults.nic.in বা www.wbbse.wb.gov.in ওয়েসাইটে যেতে হবে।
২) সাইটে’ WBBSE Class 10th Results’লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) লিঙ্কে ক্লিক করলে যে নতুন পেজ খুলবে,সেখানে নিজের রোল নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে।
৪) এরপর ‘সাবমিট’ (Submit)বোতামে ক্লিক করতে হবে।
৪) স্ক্রিনে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ভেসে উঠবে।
৫) পরবর্তীকালে তা ব্যবহার করার জন্য পেজটি ডাউনলোড করে রাখা ভালো।
কোন রাশির জন্য দিনটি কেমন? দেখুন আজকের রাশিফল: ০৭/১১/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া…
কোন রাশির জন্য দিনটি কেমন? দেখুন আজকের রাশিফল: ২১/১০/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া…
কোন রাশির জন্য দিনটি কেমন? দেখুন আজকের রাশিফল: ১৫/১০/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া…
নবমী তিথির শেষ আর দশমী তিথির শুরুতে কোন রাশির জন্য দিনটি কেমন? দেখুন আজকের রাশিফল:…
আজকের রাশিফল দেখে নিন, ০৯/১০/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ…
আজকের সকালে, কি আছে কপালে? দেখুন আজকের রাশিফল: ০৬/০৯/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া…