বদলে যাচ্ছে কলেজে ভর্তির প্রক্রিয়া, নয়া সিদ্ধান্ত রাজ্যের
সব্যসাচী গুছাইত
নিজস্ব প্রতিনিধী,০৭/০৬/২০২২
কয়েকদিন পরেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশের পরেই পড়ুয়ারা ছুটবে কলেজে ভর্তি হতে। কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে বিভিন্ন সময় নানান অভিযোগ লক্ষ্য করা যায়।
এই ধরনের নানান অভিযোগ থেকে মুক্তি পাওয়ার জন্য এবং ভর্তির ক্ষেত্রে স্বচ্ছতা আনতে গত কয়েক বছর ধরেই অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু করে রাজ্য সরকার। এবার এই ভর্তি প্রক্রিয়া যাতে আরও স্বচ্ছ হয় তার জন্য নতুন সিদ্ধান্ত নিলো রাজ্য । এবার এই স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে ভর্তি প্রক্রিয়া হবে কেন্দ্রীয়ভাবে।
অর্থাৎ এই বছর যে সকল পড়ুয়ারা বিএ, বিএসসি, বিকম বা অন্য কোন বিষয় নিয়ে কলেজে ভর্তি হবে তাদের ভর্তি প্রক্রিয়া হবে সম্পূর্ণ কেন্দ্রীয়ভাবে। এর জন্য রাজ্য শিক্ষা দপ্তর একটি নতুন পোর্টাল তৈরি করছে। কেন্দ্রীয়ভাবে এই ভর্তির প্রক্রিয়া শুরু হলে একাধিক সুবিধা পাবে পড়ুয়ারা। যেমন তারা এবং তাদের অভিভাবকরা বাড়ি থেকেই অনলাইনে আবেদন করতে পারবেন।
এছাড়াও এই নিয়ম চালু হলে উচ্চ মাধ্যমিক স্তরে প্রাপ্ত নম্বর এবং পছন্দের কলেজ অথবা বিশ্ববিদ্যালয় জানাতে হবে। এরপর মেধার ভিত্তিতে শুরু হবে ভর্তি প্রক্রিয়া। মেধার ভিত্তিতে দু’দফায় ভর্তি হওয়ার পর যদি কোন কলেজের আসন ফাঁকা থাকে তাহলে কলেজ কর্তৃপক্ষ নিজেদের মতো করে ছাত্র-ছাত্রী ভর্তি করতে পারবেন।
কেন্দ্রীয়ভাবে এই ভর্তি প্রক্রিয়া শুরু হলে একসঙ্গে ৫৫০টি ডিগ্রি কলেজের জন্য প্রকাশ করা হবে মেধা তালিকা। কলেজে ভর্তি হওয়াকে কেন্দ্র করে যে দুর্নীতির অভিযোগ ওঠে, তাতে সম্পূর্ণভাবে লাগাম টানার জন্য এই পদক্ষেপ নিচ্ছে রাজ্য শিক্ষা দপ্তর। কেন্দ্রীয়ভাবে এইরকম ভর্তি প্রক্রিয়া ২০১৩ সালে শুরু করেছিল বর্ধমান বিশ্ববিদ্যালয়। যদিও পরে তা বন্ধ হয়ে যায়।