খবরচাকরি ও শিক্ষাজেলার খবরদেশরাজ্য

রাজ্যে শুরু হচ্ছে ৪ বছরের ডিগ্রি কোর্স! সবুজ সংকেত দিল UGC 

4-year degree course is starting in the state! UGC gave green signal

রাজ্যে শুরু হচ্ছে ৪ বছরের ডিগ্রি কোর্স! সবুজ সংকেত দিল UGC 

 

ভুবন মোহনকর: ২০/০৩/২০২৩: এবার রাজ্যে চালু হচ্ছে চার বছরের ডিগ্রি কোর্স। জাতীয় শিক্ষানীতি মেনে রাজ্যে চালু হচ্ছে চার বছরের অনার্স ডিগ্রি কোর্স। আগামী শিক্ষাবর্ষ জুলাই-২০২৩ থেকেই নয়া নিয়ম কার্যকর হবে।

ইউজিসির(UGC Guidelines) সংশ্লিষ্ট নির্দেশিকা উল্লেখ করে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের তরফে শুক্রবার চিঠি পাঠানো হয়েছে সমস্ত বিশ্ববিদ্যালয়কে(University)

নতুন গাইড লাইনে যা বলা হয়েছে    (UGC New Guideline)   

▪️এখন থেকে যেকোন সময়, যতবার খুশি স্নাতক স্তরে পড়াশোনা করা থেকে বিরত থাকা বা ভর্তি হওয়া যাবে।

 

▪️ ১ বছর পর পড়া ছেড়ে দিলে দেওয়া হবে UG Certifica

 

▪️ ২ বছর পর পড়া ছেড়ে দিলে দেওয়া হবে UG Diplo

 

▪️ ৩ বছর পর পড়া ছেড়ে দিলে দেওয়া হবে Bachelor Degr

 

▪️ ৪ বছর পড়াশোনা করলে, তবেই মিলবে Honours Bachelor Degr

 

▪️ এছাড়াও চতুর্থ বছরে থাকছে গবেষণার সুযোগ। যা সম্পন্ন করলে মিলবে Honours with Research Degree. এছাড়াও স্নাতক স্তরে পড়াশোনার সাথে মিলবে Internship এর সুযোগ। ব্যবসা, শিল্প, কলা, বিজ্ঞান ইত্যাদি সব বিষয়েই মিলবে এই সুযো

 

▪️ যেকোন সময়ে Offline, Online, ODL, Hybrid পদ্ধতির মধ্যে পরিবর্তন করা যাবে এই নতুন পদ্ধতিতে

 

▪️ যেকোন সময় বিষয় পরিবর্তন করারও সুযোগ দেওয়া হ

 

নির্দেশে আরও জানানো হয়েছে, স্নাতকে দুটি সেমিস্টার ও বরাদ্দ ৪০ ক্রেডিটের (নম্বরের বদলে) জন্য মিলবে সার্টিফিকেট। চারটি সেমিস্টার ও ৮০ ক্রেডিটে পাওয়া যাবে ডিপ্লোমা। আর, ছটি সেমিস্টার ও তাতে বরাদ্দ ১২০ ক্রেডিটের জন্য মিলবে সাধারণ স্নাতক ডিগ্রি এবং, আটটি সেমিস্টার ও তাতে বরাদ্দ ১৬০ ক্রেডিটে পাওয়া যাবে অনার্স-রিসার্চ ডিগ্রি

 

তবে, স্নাতকে প্রত্যেক পড়ুয়াকে প্রথম ও দ্বিতীয় বছরে অন্য বিষয়গুলোর সঙ্গে অবশ্যই স্কিল বেসড ভোকেশনাল কোর্স পড়তে হবে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.