অফবিটখবরচাকরি ও শিক্ষাবিদেশ

বিস্ময় বিশ্ব : কলমে ভুবন মোহনকর

 অস্ট্রেলিয়ায় খোঁজ মিলল নতুন প্রজাতির ডায়ানোসরের, ভয়াবহ আশংকায় বিজ্ঞানীরা

অস্ট্রেলিয়ায় খোঁজ মিলল নয়া প্রজাতির ডাইনোসরের। বিজ্ঞানীরা জানিয়েছেন, ১৫ বছর আগে পাওয়া গিয়েছিল এই প্রজাতির ডাইনোসরের নমুনা, এবার হাড় মিলল সেই ডাইনোসরের।

সেই হাড়ের উপর গবেষণা করেই বিজ্ঞানীরা জানিয়েছেন, এই ডাইনোসরের উচ্চতা ছিল বেশ বড়। যদি পৃথিবীর পাঁচ প্রজাতির বৃহৎ ডাইনোসরের তালিকা করা হয় তাহলে এই ডাইনোসর সেই তালিকায় অবশ্যই থাকবে।এই প্রজাতিয়ে ডাইনোসরের আকার ও আয়তন ছিল বেশ বড়।

একসময় তারা পৃথিবীতে বেশ দাপটের সঙ্গেই রাজ করতো। এই প্রজাতির ডাইনোসরদের নাম প্যালিওনটোলজিস্টরা। এই প্রজাতি টিটানোসর পরিবারের অংশ। এই ডাইনোসর দাঁড়ালে তার উচ্চতা হবে প্রায় ৫ – ৬.৫ মিটার ও দৈর্ঘ্যে হবে প্রায় ২৫ – ৩০ মিটার। এই ডাইনোসর অস্ট্রেলিয়ার সবথেকে বড় ডাইনোসর।এই প্রজাতির ডাইনোসরের শরীরের নানান হাড় পর্যবেক্ষণ করে এমনটাই জানা গেছে তারা বিশ্বের অন্যান্য পাঁচ প্রজাতির বৃহৎ ডাইনোসরদের মধ্যে খুব সহজেই স্থান নেবে।

 

গত ২০০৭ সালে এই ডাইনোসরের কঙ্কাল পাওয়া যায়। বহু পরীক্ষার পর বিজ্ঞানীরা এই জানিয়েছেন যে এর আগে এই প্রজাতির ডাইনোসরের সন্ধান পাওয়া যায়নি।পশ্চিম ব্রিসবেন ‘Eromanga Natural History Museum’-এর ডিরেক্টর রবিন ম্যাকেঞ্জি তিনি জানিয়েছেন-গত ২০০৬ সালেই এই ডাইনোসরের জীবাশ্ম পাওয়া গিয়েছিলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.