নিজস্ব সংবাদদাতা: ফের সুখবর বেকার চাকরিপ্রার্থীদের জন্য। এবার জেলা আদালতে বেশ কয়েক জন আইনি স্বেচ্ছা সেবক নিয়োগ হতে চলেছে। সংশ্লিষ্ট জেলার ডিসট্রিক্ট লিগ্যাল সেল অথরিটির(District Legal Cell Authority) নিয়ন্ত্রণে কাজ করতে হবে নিয়োগ হওয়া কর্মীকে। সংশ্লিষ্ট জেলার ডিসট্রিক্ট লিগ্যাল সেল অথরিটি মারফৎ আইনি স্বেচ্ছাসেবক (Para Legal Volunteers ) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে কয়েকদিন আগেই। সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীকে।
সেক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা আদালতের তত্বাবধানে কাজ করতে হবে নিযুক্ত হওয়া সেচ্ছা সেবকদের। এবার জেনে নেওয়া যাক শূন্য পদে নিযুক্ত হতে গেলে খুঁটি নাটি সমস্ত তথ্য।প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ- 83/DLSA Dated- 28/07/2022
সংশ্লিষ্ট জেলা আদালত মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে,
১) আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে।
২) এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অফলাইনে আবেদন করতে হবে।
৩) প্রথমে আবেদনকারীকে সংশ্লিষ্ট জেলার ওয়েবসাইটে ঢুকে আবেদন ফর্ম ডাউন লোড করে নিতে হবে ।
৪) এরপর আবেদন পত্রের বা ফর্মের নির্দিষ্ট স্থান গুলিতে প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য পূরণ করতে হবে। এক্ষেত্রে আবেদনকারীকে প্রথমে নিজের নাম, তারপর আবেদনকারীর পিতার নাম, তারপর জন্ম তারিখ, তারপর প্রার্থীর বর্তমান বয়স, তারপর ক্রমান্বয়ে প্রার্থীর বর্তমান বাসস্থানের ঠিকানা , শিক্ষাগত যোগ্যতা, প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা এবং দক্ষতা তৎসহ প্রার্থীর ইমেল আইডি এবং ফোন নম্বর উল্লেখ করতে হবে। পাশাপাশি আবেদনকারীর সাম্প্রতিক সময়ের ছবিও সাঁটিয়ে দিতে হবে ফর্মের নির্দিষ্ট স্থানে।
এরপর আবেদন ফর্মটিতে আবেদনকারীকে নিজের সই করে নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদন ফর্ম পূরণ সহ সংশ্লিষ্ট পদের ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষার সময় আবেদনকারী প্রার্থীকে
১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য
২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র
৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র
৪. শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র সহ প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র
৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান
৬. প্রার্থীর বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট ছবি, ইত্যাদি
এবার আসি শূন্য পদ সম্পর্কে-
পদের নাম- আইনি স্বেচ্ছা সেবক (PARA LEGAL VOLUNTEERS)
উল্লেখিত পদের ক্ষেত্রে নিযুক্ত হওয়া কর্মীকে সংশ্লিষ্ট জেলার জেলা আদালতের (District Court) অধীনে কাজ করতে হবে। তবে এটি একটি চুক্তি(CONTRACTUAL JOB) ভিত্তিক কাজ।
আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে । প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে ।
উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ বছরের ঊর্ধ্বে ।
এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের মৌখিক পরীক্ষা অর্থাৎ ইন্টারভিউ এবং প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি হবে।
উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের মধ্যে সফল এবং যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে বাঁকুড়া জেলা আদালতের আইনি স্বেচ্ছা সেবক হিসাবে ।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা –
” To The Chairman, District Legal Services Authoriy, ADR Building, District Judges Court Compound, Bankura, Pin-722101
আবেদনের শেষ তারিখ– ২০ জানুয়ারি, ২০২৩
কোন রাশির জন্য দিনটি কেমন? দেখুন আজকের রাশিফল: ০৭/১১/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া…
কোন রাশির জন্য দিনটি কেমন? দেখুন আজকের রাশিফল: ২১/১০/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া…
কোন রাশির জন্য দিনটি কেমন? দেখুন আজকের রাশিফল: ১৫/১০/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া…
নবমী তিথির শেষ আর দশমী তিথির শুরুতে কোন রাশির জন্য দিনটি কেমন? দেখুন আজকের রাশিফল:…
আজকের রাশিফল দেখে নিন, ০৯/১০/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ…
আজকের সকালে, কি আছে কপালে? দেখুন আজকের রাশিফল: ০৬/০৯/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া…