সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ফাঁস আটকাতে মাধ্যমিক নিয়ে বড় পদক্ষেপ মধ্যশিক্ষা পর্ষদের
নিজস্ব সংবাদদাতা: প্রত্যেক পরীক্ষাকেন্দ্রকে ন্যূনতম তিনটি করে সিসিটিভি বসাতেই হবে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে এই মর্মে এই নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হচ্ছে পরীক্ষা কেন্দ্রগুলিকে। মূলত পরীক্ষার্থীরা যেখান দিয়ে ঢুকবেন, প্রধান শিক্ষকের ঘরে এবং প্রশ্নপত্র যে ঘরে রাখা থাকবে এই তিনটি ঘরে ন্যূনতম তিনটি সিসিটিভি বসাতেই হবে। যে স্কুল এই কার্যকরী করতে পারবে না সেখান থেকে পরীক্ষাকেন্দ্র সরিয়ে অন্যত্র করে দেওয়া হবে বলেও পর্ষদের তরফে নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে।
পর্ষদের এই নির্দেশ মানা হচ্ছে নাকি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই পর্ষদের অবজার্ভাররা বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে গিয়ে তা সরেজমিনে খতিয়ে দেখবেন।সরেজমিনে খতিয়ে দেখে তার রিপোর্ট পর্ষদের কাছে পাঠাবেন বলেই পর্ষদের সভাপতি জানিয়েছেন।
সাধারণত সিসিটিভির মাধ্যমে নজরদারি জেলা প্রশাসনের সহযোগিতায় মধ্যশিক্ষা পর্ষদ করত শুধুমাত্র স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রগুলিকে। কিন্তু এ বার প্রত্যেক পরীক্ষা কেন্দ্রকেই সিসিটিভি নিরাপত্তায় কার্যত মুড়ে ফেলছে মধ্যশিক্ষা পর্ষদ।
কার্যত প্রশ্নপত্রের নিরাপত্তা নিয়ে আপস করতে রাজি নয় পর্ষদ। তার জন্যই এই নির্দেশিকা বলেই পর্ষদের দাবি। এ প্রসঙ্গে বলতে গিয়ে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন “প্রত্যেক স্কুলের ন্যূনতম তিনটি করে সিসিটিভি বসানোর কথা আমরা বলেছি। যাতে কোনও ঘটনা ঘটলে আমাদের কাছে তার উপযুক্ত তথ্য প্রমাণ থাকে, তার জন্যই এই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”