মধ্যশিক্ষা পর্ষদের নতুন গাইডলাইন! কতক্ষণ হবে স্কুল? কখন আসবেন শিক্ষক শিক্ষিকা অন্যান্য স্টাফ? জানুন বিস্তারিত
ভুবন মোহনকর: ২১/১২/২০২২: কখন থেকে শুরু হবে নতুন শিক্ষাবর্ষে ক্লাস? বিস্তারিত অ্যাকাডেমিক ক্যালেন্ডার নির্দেশিকা আকারে দিল মধ্যশিক্ষা পর্ষদ। নির্দেশিকা অনুযায়ী, সকাল দশটা চল্লিশ মিনিটে শুরু হবে প্রার্থনা। ১০ মিনিট বরাদ্দ রাখা হয়েছে এই প্রার্থনার জন্য। তারপর দশটা পঞ্চাশ মিনিট থেকে শুরু হবে ক্লাস।বিকেল সাড়ে চারটে পর্যন্ত হবে ক্লাস নেওয়া হবে।
মোট আটটি পর্ব থাকবে। শিক্ষক – শিক্ষিকাদের ১০.৪০- এর আগেই স্কুলে আসতে হবে। সকাল ১০.৫০-এর পর স্কুলে ঢুকলে লেট মার্ক করা হবে। এবং শিক্ষক – শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীরা, ১১. ০৫ এর পর ঢুকলে তাঁকে অনুপস্থিত বলেই গণ্য করা হবে।
এছাড়াও বলা হয়েছে, ক্লাস চলাকালীন কোনওভাবেই মোবাইল ফোনে কথা বলতে পারবেন না তাঁরা।পর্ষদের নির্দেশিকায় আরও বলা হয়েছে, কোনও শিক্ষক বা শিক্ষিকা কোনওরকম ব্যবসা বা আর্থিক সংস্থার সঙ্গে যুক্ত হতে পারবেন না। পড়ুয়াদের সঙ্গে আচরণ করার সময়ও তাঁদেরকে সতর্ক থাকতে হবে। শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশে একাধিক সতর্কবার্তা দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে।
কোন রাশির জন্য দিনটি কেমন? দেখুন আজকের রাশিফল: ০৭/১১/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া…
কোন রাশির জন্য দিনটি কেমন? দেখুন আজকের রাশিফল: ২১/১০/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া…
কোন রাশির জন্য দিনটি কেমন? দেখুন আজকের রাশিফল: ১৫/১০/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া…
নবমী তিথির শেষ আর দশমী তিথির শুরুতে কোন রাশির জন্য দিনটি কেমন? দেখুন আজকের রাশিফল:…
আজকের রাশিফল দেখে নিন, ০৯/১০/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ…
আজকের সকালে, কি আছে কপালে? দেখুন আজকের রাশিফল: ০৬/০৯/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া…