পিংলা কলেজে স্টুডেন্স ক্রেডিট কার্ড নিয়ে বিশেষ সহায়তা শিবির
সব্যসাচী গুছাইত
নিজস্ব সংবাদদাতা
২৭/০৯/২০২২
বাংলার দরিদ্র ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে আর্থিক প্রতিবন্ধকতা একটি মুখ্য সমস্যা। এই সমস্যাকে দূরীভূত করতে বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী বিভিন্ন স্কলারশীপ ছাড়াও স্টুডেন্স ক্রেডিট কার্ড এর সুব্যবস্থা করেছেন। সরল ও অল্প সুদে ব্যাঙ্ক থেকে ছাত্রছাত্রীরা লোন নিয়ে অনায়াসেই তাদের উচ্চশিক্ষা সম্পন্ন করতে পারে।
এদিন পিংলা থানা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মাননীয় ডঃ সুকুমার চন্দ্র মহাশয়ের উদ্দোগ ও ঐকান্তিক প্রচেষ্টায় কলেজে নবাগত ছাত্রছাত্রীদের নিয়ে স্টুডেন্টস ক্রেডিট কার্ড সম্পর্কে বিশেষ সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে কলেজের অধ্যক্ষ ডঃ সুকুমার চন্দ্র ছাড়াও উপস্থিত ছিলেন নোডাল অফিসার অধ্যাপক কৃষানু প্রধান, হেল্পডেক্স অফিসার অধ্যাপিকা মৌমিতা হালদার সহ একাধিক অধ্যাপক অধ্যাপিকা।
এদিন এই শিবির থেকে ছাত্রছাত্রীদেরকে স্টুডেন্টস ক্রেডিট কার্ডের সুবিধা ও নিয়মাবলী সংক্রান্ত একটি লিফলেট বিলি করা হয়।
কলেজের অধ্যক্ষ মাননীয় ডঃ চন্দ্র এদিন এই ক্যাম্প থেকে ছাত্রছাত্রীদের সাথে সরাসরি কথা বলে সুবিধা অসুবিধার কথা জানতে চান। ছাত্রছাত্রীরাও অধ্যক্ষ মহাশয়কে সামনে পেয়ে যথেষ্ট আপ্লুত ও উদ্দিপিত হয়।
অধ্যক্ষ মহাশয় বলেন- “স্টুডেন্টস ক্রেডিট কার্ড রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মহাশয়ার একটি মস্তিষ্ক প্রসুত সুদূরপ্রসারী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে অনেক দরিদ্র অথচ মেধাবী ছাত্রছাত্রীরা উপকৃত হয়েছেন। আগামী দিনে এই প্রকল্পের মাধ্যমে অনেকেই উপকৃত হবেন”। তিনি আরোও বলেন- কলেজের ছাত্রছাত্রীরা যারা এই প্রকল্পভূক্ত হতে চায় তারা যেন সরাসরি নোডাল অফিসারের সাথে কথা বলেন।