কলকাতাখবরচাকরি ও শিক্ষা

Tet Scam: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড় ইডির

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড় ইডির

 

নিজস্ব সংবাদদাতা: এসএসসি হোক কিংবা প্রাইমারি, রাজ্যে শিক্ষক নিয়োগে ইতিমধ্যেই সামনে এসেছে ভূরি ভূরি অভিযোগ এবং একাধিক দুর্নীতির ঘটনা ৷ চাকরির দাবিতে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরি প্রার্থীরা ৷ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই ইডি’র হাতে গ্রেফতার হয়েছেন অনেকেই। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার নয়া মোড়!

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কতজন প্রাথী ডিএলএডে অফ লাইনে রেজিস্ট্রেশন করেছিল তার লিস্ট চাইলো ইডি।ডি এলএডে এর রেজিস্ট্রেশন অফলাইন কারা কতজন ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করিয়েছিলেন তার লিস্ট ও যাবতীয় নথি চাওয়া হলো তাপস মণ্ডলের থেকে দাবি, ইডির। ইডি সূত্রে খবর, ২০১৮- ২০, ২০১৯-২১, ২০২০-২২ ডি এলএডে কারা অফ লাইনে রেজিস্ট্রেশন করেছিলেন এই তিনটে সেশনে সেই লিস্ট চাওয়া হয়েছে।

 

প্রায় ৬০০ কলেজ রয়েছে। যেখানকার বহু স্টুডেন্ট অফলাইন রেজিস্ট্রেশন করেছিল। স্টুডেন্ট প্রতি ৫০০০ টাকা অফ লাইনে নিয়ে মানিক ও মানিকের ঘনিষ্ঠদের একাধিক একাউন্টয়ে যেত। ইডি সূত্রে খবর, তাপস মন্ডল ওই কলেজ গুলির এসোসিয়েশন সেক্রেটারি। তাই নথি চাইলো ইডি। তাই তদন্তকারী অফিসাররা দেখতে চান যাঁরা অফ লাইন রেজিস্ট্রেশন করেছিলেন তাঁরাই চাকরি পেয়েছিলেন?

 

কারণ ইডির দাবি,ওই তিনটি সেশনে অফলাইনে রেজিস্ট্রেশন করানো হয়েছিল, এবং সেই লেনদেন নগদে করা হয় বলে দাবি ইডির।সেই টাকা মানিক ও মানিক ঘনিষ্ঠদের একাউন্টয়ে গিয়েছে দাবি ইডির।

ইডির দাবি, মানিক ভট্টাচাৰ্যর স্ত্রী ও মৃত্যুঞ্জয় চক্রবর্তী জয়েন্ট একাউন্ট মিলেছে। যেখানে ৩ কোটি মিলেছে। ২০১৬-তে মৃত্যুঞ্জয় মারা যান। তা সত্ত্বেও কি করে সিঙ্গেল অ্য়াকাউন্ট না করে জয়েন্ট একাউন্ট এখনো চালাচ্ছেন?এই টাকাও কি তাহলে শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা? এই প্রশ্ন থেকেই যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.