নিজস্ব সংবাদদাতা : বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক দৈনদশা লেগেই রয়েছে তার সাথে রয়েছে খারাপ চাকরির বাজার। থাই কিংবা চুক্তিবদ্ধ চাকরি হোক না কেন যে কোন একটা চাকরি হলেই হল। তাই বেকার কর্মপ্রার্থীদের জন্য একটি চাকরির বিজ্ঞপ্তি মানেই খুশির খবর।
রাজ্য মাসিক মোটা অংকের বেতন সহ কর্মী নিয়োগ করছে জাতীয় স্বাস্থ্য (NHM) মিশন প্রকল্পে। সম্প্রতি এই কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে স্বাস্থ্য ও পরিবার(HEALTH & FAMILY WELFARE) কল্যান দফতর মারফৎ। জেলাভিত্তিকভাবে করা হবে কর্মী নিয়োগ। সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে আবেদনকারী প্রার্থীকে। এই কর্মী নিয়োগ সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক। প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ- DHFWS/HOW/3236/22 Dated- 14/12/2022
রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর সুত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে,
১) আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে ।
২) এক্ষেত্রে শুধুমাত্র অনলাইনেই আবেদনের সুযোগ পাবেন কর্ম প্রার্থীরা।
৩) রাজ্য স্বাস্থ্য দফতর তথা সংশ্লিষ্ট জেলার ওয়েব সাইট (www.wbhealth.gov.in) থেকে প্রথমে আবেদন ফর্ম ডাউন লোড করে নিতে হবে।
৪) এরপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে প্রার্থীকে তাঁর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে যেমন ,
a. নিজের নাম
b. জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স
c. বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা
d. শিক্ষাগত যোগ্যতা
e. প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা উল্লেখ করতে হবে।
৫) এরপর আবেদন পত্রের নির্দিষ্ট স্থানে প্রার্থীকে তাঁর সাম্প্রতিক সময়ের পাসপোর্ট সাইজের ছবি এবং নিজের সই স্ক্যান করে আপলোড করতে হবে
সবশেষে আবেদন পত্রটি সাবমিট করতে হবে ।
একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্যে আবেদন করতে পারবেন। অন্যথায় আবেদন পত্র বাতিল বলে ঘোষণা হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস —
আবেদন ফর্ম পূরণের সময় প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি গুলি সঙ্গে রাখতে হবে সেগুলি হল,
১। প্রার্থীর বয়সের প্রমান পত্র,
২। জাতী গত সংশাপত্র,
৩। শিক্ষাগত যোগ্যতা,
৪। ভোটার কার্ড,
৫। আঁধার কার্ড,
৬ পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ইত্যাদি
শূন্যপদের বিবরণ —
পদের নাম- ‘ব্লক পাবলিক হেলথ ম্যানেজার’(BLOCK PUBLIC HEALTH MANAGER)
শূন্য পদ- ০২ টি
বয়স- ২১ থেকে ৪০ বছর
মাসিক বেতন- ৩৫ হাজার টাকা
শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে অবশ্যই বিজ্ঞান বিভাগে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ হতে হবে সঙ্গে কম্পিউটারে জ্ঞান থাকতে হবে।
পদের নাম- “স্টাফ নার্স” ( STAFF NURSE )
শূন্য পদ -০৪ টি ( এই পদের ক্ষেত্রে একটি তপশীলি জাতী, একটি তপশীলি উপজাতি বাকি দুটি সাধারণ প্রার্থীর জন্য সংরক্ষিত)
মাসিক বেতন- ২৫ হাজার টাকা
বয়স– বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার মুল্যয়নের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে
শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীর নার্সিং –এর বিষয়ে (GNM/ B.SC ) ডিগ্রি থাকা আবশ্যিক) এ ছাড়াও স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে।
পদের নাম- ‘কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট’ (COMMUNITY HEALTH ASSISTANT)
শুন্য পদ- ০৮টি ( এই পদের ক্ষেত্রে তিনটি তপশীলি জাতী, দুটি তপশীলি উপজাতি বাকি ৩টি ওবিসি প্রার্থীর জন্য সংরক্ষিত)
মাসিক বেতন- ১৩ হাজার টাকা
বয়স– বয়স হতে হবে ২১ থেকে ৪০ এর বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে। সঙ্গে সরকারী কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে। অথবা প্রার্থীর নার্সিং –এর বিষয়ে (GNM/ B.SC ) ডিগ্রি থাকা আবশ্যিক। এ ছাড়াও বাংলা ভাষায় দক্ষ হতে হবে।
এবার আসা যাক নিয়োগ পদ্ধতি সম্পর্কে—
আবেদন ফর্ম গুলি শর্ট লিস্টিং বা প্রাথমিক বাছাই করে আবেদনকারীকে প্রথমে ডেকে নেওয়া হবে কম্পিউটারে টাইপিং টেস্টের জন্য। এরপর যোগ্য প্রার্থীকে ডেকে নেওয়া হবে ইন্টারভিউ এবং পারসোনালিটি টেস্টের জন্য।
সব শেষে আবেদনকারীর জমা করা নথি ভালো ভাবে স্কুটনি অর্থাৎ খুঁটিয়ে দেখে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে।
এক্ষেত্রে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের রাজ্য স্বাস্থ্য দফতরের অধীনে এবং জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় নিয়োগ কড়া হবে পশ্চিমবঙ্গের হাওড়া (HOWRAH) জেলায় ।
উল্লেখিত পদে আবেদনের শেষ তারিখ 31/12/2022
কোন রাশির জন্য দিনটি কেমন? দেখুন আজকের রাশিফল: ০৭/১১/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া…
কোন রাশির জন্য দিনটি কেমন? দেখুন আজকের রাশিফল: ২১/১০/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া…
কোন রাশির জন্য দিনটি কেমন? দেখুন আজকের রাশিফল: ১৫/১০/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া…
নবমী তিথির শেষ আর দশমী তিথির শুরুতে কোন রাশির জন্য দিনটি কেমন? দেখুন আজকের রাশিফল:…
আজকের রাশিফল দেখে নিন, ০৯/১০/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ…
আজকের সকালে, কি আছে কপালে? দেখুন আজকের রাশিফল: ০৬/০৯/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া…