Librarian Recruitment : শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে জেলা ভিত্তিক লাইব্রেরিয়ান পদে নিয়োগ চলছে

West Bengal Librarian Recruitment 2022-23 direct recruitment

শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে জেলা ভিত্তিক লাইব্রেরিয়ান পদে নিয়োগ চলছে

 

নিজস্ব সংবাদদাতা: একের পর এক সুসংবাদ চলে যাচ্ছে পশ্চিমবঙ্গের (West Bengal) চাকরি প্রার্থীদের কাছে। রাজ্যের জেলায় লাইব্রেরীয়ান (WB Librarian Recruitment) পদে নিয়োগ করা হবে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানানো হয়। জানানো হয় কোন লিখিত পরীক্ষা নয় শুধুমাত্র সাক্ষাৎকারের মাধ্যমে দেওয়া হবে চাকরি।

বিরাট সুখবর বেকার এবং চাকরি প্রার্থীদের জন্য। WB Librarian Recruitment 2022-23 সকল আবেদনকারী প্রার্থীদের আবেদন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

 

নিয়োগ প্রক্রিয়া:

কোন লিখিত পরীক্ষা নেওয়া হবে না সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে। বিজ্ঞপ্তি অনুযায়ী শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে চাকরির সুযোগ করে দেওয়া হবে।

 

আবেদন পদ্ধতি:

যেহেতু কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না শুধুমাত্র সাক্ষাৎকারের মাধ্যমেই নিয়োগের সুযোগ সুবিধা করে দেওয়া হবে তাই এক্ষেত্রে কোন প্রকার আবেদন পত্র জমা দিতে হবে না। কেবলমাত্র সাক্ষাৎকারের সময় নিজের দরকারি ডকুমেন্টস সঙ্গে আনলেই হবে।

 

১. প্রথমেই নোটিসে দেওয়ার লিংক থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট বার করে নিতে হবে।

২. তারপর আবেদন পত্রটি সঠিকভাবে পূর্ণ করতে হবে।

৩. আবেদন পত্রটির মধ্যে নিজের সঠিক ইমেইল এড্রেস ও ফোন নাম্বার উল্লেখ করতে হবে।

৪. এবং সবশেষে একটি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে।

 

সাক্ষাৎকারে তিন সঙ্গে করে নিয়ে আসা দরকারি ডকুমেন্টস 

 

1. মাধ্যমিক এডমিট বা বয়সের প্রমাণ পত্র

2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস

3. পাসপোর্ট সাইজের ছবি

4. আধার বা ভোটার কার্ড

5. জাতিগত সংশয় পত্র ( যদি থাকে)

6. অভিজ্ঞতা ( যদি থাকে)

7. অন্যান্য ( যদি থাকে)

 

নিচে পদের নাম, শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা উল্লেখ করা হলো-

 

শিক্ষাগত যোগ্যতা: এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা একটু আলাদা। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যারা সরকারি চাকরি থেকে রিটায়ার্ড তাদের মধ্যে থেকে নিয়োগ করা হবে।

 

বয়স সীমা: প্রার্থীদের বয়স ৬৪ বছরের নিচে হতে হবে।

 

ইন্টারভিউ সময় ও তারিখ:

26/12/2022 তারিখে সকাল 11 টায় ইন্টারভিউ শুরু হবে। সকাল 10 টার মধ্যে রিপোর্ট  করতে হবে।

 

ইন্টারভিউ-র স্থান :

Office Of The Principal, Jalpaiguri Govt. Medical College and Hospital, Hospital Road,1st Floor, District Health Administrative Building, Jalpaiguri,West Bengal, 735101.

Curiosity Sangbad Barta Desk

Recent Posts

আজকের রাশিফল – ৭ই নভেম্বর, ২০২৪

কোন রাশির জন্য দিনটি কেমন? দেখুন আজকের রাশিফল: ০৭/১১/২০২৪   (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া…

2 weeks ago

আজকের রাশিফল – ২১ শে অক্টোবর,২০২৪, সোমবার

কোন রাশির জন্য দিনটি কেমন? দেখুন আজকের রাশিফল: ২১/১০/২০২৪   (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া…

1 month ago

আজকের রাশিফল – ১৫ই অক্টোবর , ২০২৪, মঙ্গলবার

কোন রাশির জন্য দিনটি কেমন? দেখুন আজকের রাশিফল: ১৫/১০/২০২৪   (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া…

1 month ago

আজকের রাশিফল – ১২ই অক্টোবর, ২০২৪, শনিবার

নবমী তিথির শেষ আর দশমী তিথির শুরুতে কোন রাশির জন্য দিনটি কেমন? দেখুন আজকের রাশিফল:…

1 month ago

আজকের রাশিফল – ৯ই অক্টোবর, ২০২৪, বুধবার

আজকের রাশিফল দেখে নিন, ০৯/১০/২০২৪   (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ…

1 month ago

আজকের রাশিফল – ৬ই অক্টোবর, ২০২৪, রবিবার

আজকের সকালে, কি আছে কপালে? দেখুন আজকের রাশিফল: ০৬/০৯/২০২৪   (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া…

2 months ago